আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في قدوم زينب بنت الرسول صلى الله عليه وسلم مهاجرة بعد وقعة بدر
পৃষ্ঠা - ২৫৫১


দিবে ৷ রাখাল সেখানে০ গিয়ে আৎটিটি যয়নবকে দিল ৷ যয়নব আ০ টি দেখে চিনতে পারলেন এবং
বললেন, এ আ০ টি৫ তামাকে কে দিয়েছে ? রাখাল বলল মক্কার উপকণ্ঠ থেকে এক ব্যক্তি এটি
আমাকে দিয়েছে ৷ এরপর রাত্রিবেলা যয়নব বেরিয়ে সেখানে গেলেন এবং যায়দ তাকে
সওয়ারীতে আরোহণ করিয়ে মদীনায় পৌছালেন ৷ রাসুলুল্লাহ্ (সা) প্রায়ই বলতেন, যয়নব
আমার সবচাইতে গুণবতী কন্যা, সে আমার জন্যে অনেক কষ্ট স্বীকার করেছে ৷ বর্ণনাকারী
বলেন, এ হাদীছটি আলী ইবন হুসাইন ইবন যায়নুল আবিদীন এর নিকট পৌছে ৷ তখন তিনি
উরওয়ার কাছে এসে জিজ্ঞেস করলেন, এ হাদীছটি আমার কাছে পৌছেছে তুমি নাকি এটা
বর্ণনা করেছ ? উরওয়া বললেন, আল্লাহ্র কসম ! পুর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সমস্ত সম্পদের
বিনিময়েও আমি ফাতিমার প্রাপ্য কোন অধিকার অণু পরিমাণও খর্ব করা পসন্দ করি না ৷ আর
এরপরে আর কখনও এ হাদীছ আমি বর্ণনা করবো না ৷ ইবন ইসহাক বলেন : আবদুল্লাহ্ ইবন
রাওয়াহ৷ কিৎব৷ বনু সালিম ইবন আওফের লোক আবু খায়ছামা যয়নব এর ঘটনা সম্পর্কে
নিম্নোক্ত কবিতা টি আবৃত্তি করেন ৷ ইবন হিশাম বলেন, কবিতাটি আবৃ খায়ছামার ৷

ণ্ট্টদুম্পু এপ্রুম্বু;

“আমার কাছে সংবাদ এসেছে যয়নবের প্রতি তাদের এমন অন্যায় আচরণ ও অত্যাচারের
কথা, যার কল্পনা করাও মানুষের অসাধ্য ৷

তাকে মক্কা থেকে বের করে আমার মধ্যে মুহাম্মদের কোন গ্নানি নেই ৷ যদিও তখন
আমাদের মাঝে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছিল ৷

আবু সুফিয়া ন চরমভাবে লড়াঞ্ছিত ও লজ্জিত হয়েছে যমযম নামক ব্যক্তির সাথে মৈত্রী স্থাপন
করে ও আমাদের সাথে যুদ্ধ বা ৷ধিয়ে ৷

আমরা তার পুত্র উমর ও দাসকে আটোওয়৷ ৷লা শক্ত জিঞ্জির দিয়ে বেধে ফেলেছি ৷

আমি কসম করে বলছি, আমাদের সৈন্য বাহিনী, সেনাধ্যক্ষ ও বিশেষ চিহ্নিত বাহিনীর
কখনও ঘা টিভি ৩হবে না

তারা কুরায়শ কাফিরদের ভীত-সন্ত্রস্ত করে তুলবে এবং আক্রমণের পর আক্রমণ করে
তাদের মাঝে রশি লাগিয়ে টেনে আনবে ৷

আমরা তাদের সাথে নাজ্বদ ও নাখলার আশপাশে যুদ্ধে রত হবো ৷ তারা যদি অশ্বারোহী ও
পদাতিক বাহিনী নিয়ে তিহামায় শিবির স্থাপন করে, তবে আমরাও সেখানে গিয়ে উপ
হবো ৷

তাদের সাথে আমাদের এ যুদ্ধ চলবে যুগ যুগ ধরে ৷ আমাদের বাহিনী কখনও পিছপা হবে
না ৷ আমরা তাদেরকে আদ’ ও জুরহুমের’ পরিণতি দেখিয়ে দেব ৷

এই সম্প্রদায় মুহাম্মদের অনুসরণ না করার আপন কৃতকর্মের উপর এক দিন অনুশোচনা
করবে ৷ কিন্তু সে অনুশোচনায় কােনই লাভ হবে না ৷


وَإِخْرَاجُهَا لَمْ يُخْزَ فِيهَا مُحَمَّدٌ ... عَلَى مَأْقِطٍ وَبَيْنَنَا عِطْرُ مَنْشِمِ وَأَمْسَى أَبُو سُفْيَانَ مِنْ حِلْفِ ضَمْضَمٍ ... وَمِنْ حَرْبِنَا فِي رَغْمِ أَنْفٍ وَمَنْدَمِ قَرَنَّا ابْنَهُ عَمْرًا وَمَوْلَى يَمِينِهِ ... بِذِي حَلَقٍ جَلْدِ الصَّلَاصِلِ مُحْكَمِ فَأَقْسَمْتُ لَا تَنْفَكُّ مِنَّا كَتَائِبٌ ... سَرَاةُ خَمِيسٍ مَنْ لُهَامٍ مُسَوَّمِ نَرُوعُ قُرَيْشَ الْكُفْرِ حَتَّى نَعُلَّهَا ... بِخَاطِمَةٍ فَوْقَ الْأُنُوفِ بِمِيسَمِ نُنَزِّلُهُمْ أَكْنَافَ نَجْدٍ وَنَخْلَةٍ ... وَإِنْ يُتْهِمُوا بِالْخَيْلِ وَالرَّجْلِ نُتْهِمِ يَدَ الدَّهْرِ حَتَّى لَا يُعَوَّجَّ سِرْبُنَا ... وَنُلْحِقُهُمْ آثَارَ عَادٍ وَجُرْهُمِ