আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في جملة من شهد بدرا من المسلمين
فصل في جملة من شهد بدرا من المسلمين
فصل في جملة من شهد بدرا من المسلمين
পৃষ্ঠা - ২৫৩৫

কুনিয়াত বিশিষ্ট বদরী সাহাবীগণের নাম
(যাদের নামের পুর্বে আবু’ আছে)
আবু উসায়দ মালিক ইবন রাবীআ ৷ তার আলোচনা পুর্বে এসে ণ্;ণছে ৷

আবুল আওয়ার ইবন হারিছ ইবন জালিম নাজ্জারী ৷ কিন্তু ইবন ছিশাম লিখেছেন : আবুল
আওয়ার হড়ারিছ ইবন জালিম ৷ আর ওয়াকিদী লিখেছেন : আবুল আওয়ার কাআব ইবন
হড়ারিছ ইবন জুনদুব ইবন জালিম ৷

আবু বকর সিদ্দীক ৷ পুর্বেই বলা হয়েছে যে, তীর নাম ছিল আবদুল্লাহ্ ইবন উছমান ৷

৪ আবু হাব্বা ইবন আমর ইবন ছাবিত ৷ তিনি ছিলেন বনু ছলেবা ইবন আমর ইবন আওফ


আনসারী গোত্রের লোক ৷

আবু হুযায়ফা ইবন উত্বা ইবন রাবীআন্ মুহাজির ৷ কেউ কেউ বলেছেন, তার নাম ছিল
মাহশাম ৷

আবুল হামরা ৷ তিনি হারিছ ইবন রিফাআ ইবন আফরার আযাদকৃত গোলাম ৷
আবু থুযায়মা ইবন আওস ইবন আসরাম আন-নাজ্জারী ৷
আবু সুবরা ৷ আবু রুহ্ম ইবন আবদুল উঘৃযার আযাদকৃত গোলাম ও যুহড়াজির ৷

আবু সিনান ইবন মিহসান ইবন হারছান ৷ তিনি ছিলেন উক্কাশার ভাই ৷ বদর যুদ্ধে র্তার
সাথে তার পুত্র সিনানও ছিলেন ৷ আর তিনি ছিলেন মুহাজির ৷

১০ ৷ আবুস সিয়াহ্ ইবন নুমান ৷ কারও কারও মতে, তার নাম ছিল উমায়র ইবন ছাবিত

ইবন নুমান ইবন উমাইয়া ইবন ইমরুল কায়স ইবন ছা’লাবা ৷ তিনি পায়ে আঘাত
পেয়ে বাধ্য হয়ে রাস্তা থেকে মদীনায় ফিরে আসেন ৷ রাসুলুল্লাহ্ (সা) র্তাকে গনীমতের
ৎশ দেন ৷ খায়বরের যুদ্ধে তিনি শহীদ হন ৷

১১ আবু আরফাজা ৷ তিনি ছিলেন বনু জাহজাবির মিত্র ৷
১ ২ আবু কাবশা ৷ তিনি রাসুলুল্লাহ্ (সা) এর আযাদকৃত গোলাম ছিলেন ৷
১৩ আবু লুবাবা বশীর ইবন আবদুল মুনযির ৷ পুর্বেই তার সম্পর্কে উল্লিখিত হয়েছে ৷

১ :

আবু মারছাদ আল-পানাবী কুনায ইবন হুসাইন ৷ পুর্বে তার সম্পর্কে আলোচনা করা
হয়েছে ৷

১৫ আবু মাসউদ আল-বদরী উকবা ইবন আমর ৷ ইতোপুর্বে র্তার সম্পর্কে আলোচনা

এসেছে


أُمَيَّةَ بْنِ امْرِئِ الْقَيْسِ بْنِ ثَعْلَبَةَ، رَجَعَ مِنَ الطَّرِيقِ، وَقُتِلَ يَوْمَ خَيْبَرَ، رَجَعَ لِجُرْحٍ أَصَابَهُ مِنْ حَجَرٍ فَضُرِبَ لَهُ بِسَهْمِهِ. أَبُو عَرْفَجَةَ، مِنْ حُلَفَاءِ بَنِي جَحْجَبَى. أَبُو كَبْشَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. أَبُو لُبَابَةَ بَشِيرُ بْنُ عَبْدِ الْمُنْذِرِ، تَقَدَّمَ. أَبُو مَرْثَدٍ الْغَنَوِيُّ كَنَّازُ بْنُ حُصَيْنٍ، تَقَدَّمَ. أَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ عُقْبَةُ بْنُ عَمْرٍو، تَقَدَّمَ. أَبُو مُلَيْلِ بْنُ الْأَزْعَرِ بْنِ زَيْدٍ الْأَوْسِيُّ [فَصْلٌ فِي جُمْلَةِ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمُسْلِمِينَ] فَصْلٌ فَكَانَ جُمْلَةُ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمُسْلِمِينَ ثَلَاثَمِائَةٍ وَأَرْبَعَةَ عَشَرَ رَجُلًا، مِنْهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا قَالَ الْبُخَارِيُّ: حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، ثَنَا زُهَيْرٌ ثَنَا أَبُو إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ يَقُولُ: حَدَّثَنِي أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَضِيَ عَنْهُمْ، مِمَّنْ شَهِدَ بَدْرًا، أَنَّهُمْ كَانُوا عِدَّةَ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهْرَ، بِضْعَةَ عَشَرَ وَثَلَاثَمِائَةٍ. قَالَ الْبَرَاءُ: لَا وَاللَّهِ مَا جَاوَزَ مَعَهُ النَّهْرَ إِلَّا مُؤْمِنٌ. ثُمَّ رَوَاهُ الْبُخَارِيُّ مِنْ طَرِيقِ إِسْرَائِيلَ وَسُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ نَحْوَهُ. قَالَ ابْنُ جَرِيرٍ: وَهَذَا قَوْلُ عَامَّةِ السَّلَفِ، أَنَّهُمْ كَانُوا ثَلَاثَمِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ رَجُلًا.