আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في تسمية من شهد بدرا من المسلمين
حرف الميم
পৃষ্ঠা - ২৫২৯
২৬ ৭
২৬৮
২৬৯

২ ৭ :
২ ৭ ১
২ ৭ ২
২ ৭৩

২ ৭ :
২ ৭ ৫
২ ৭৬
২ ৭ ৭
২ ৭ ৮

২ ৭ ৯
২৮ :

২৮ ১
২৮ ২
২৮৩
২৮ :

২৮ ৫
২৮৬

২৮ ৭
২৮ ৮

২৮ ৯
২৯ :

০০ মা৪ মা$

আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬ ;

মালিক ইবন রাবীআ আবু উসায়দ আস-সাইদী ৷

মালিক ইবন কুদামা আলআওসী ৷

মালিক ইবন আমর ৷ ছাকাফ ইবন আমরের ভাই ৷ র্তারা দু’ জনই ঘৃহাজির এবং বনু
তামীম ইবন দুদান ইবন আসাদ-এর মিত্র ৷

মালিক ইবন কুদামা আল-আওসী ৷

মালিক ইবন মাসউদ আল-খাযরাজী ৷

মালিক ইবন ছাবিত ইবন ছুমায়লা আল-মুযানী ৷ বনু আমর ইবন আওফ-এর মিত্র ৷
মুবাশ্শির ইবন আবদুল মুনযির ইবন যানীর আওসী ৷ আবু লুরাব ও রিফাআর ভাই ৷
বদরে তিনি শহীদ হন ৷

মৃজাযযর ইবন যিয়াদ বালবী যুহাজির ৷

মুহাররিয ইবন আমির নাজ্জারী

মুহাররিয ইবন নাযল৷ আল-আসাদী ৷ তিনি বনু আবদে শামস এর মিত্র এবং মৃহাজির ৷
মুহাম্মদ ইবন মাসলামা ৷ বনু আবদে আশহালের মিত্র ৷

মুদলিজ ইবন আমর ৷ র্তাকে ঘুদলাজও বলা হয় ৷ ছাকাফ ইবন আমরের ভাই ও
মুহড়াজির ৷
মারছাদ ইবনৃ আবু মারছাদ আল-গানাবী ৷

মিসতাহ্ ইবন উছাছা ইবন আব্বাদ ইবন যুত্তালিব ইবন আবদে মানড়াফ ৷ প্রথম দিকের
ঘুহাজির ৷ কারো কারো মতে র্তার নাম আওফ ৷

মাসউদ ইবন আওস আল-আনসারী আন-নাজ্জারী ৷

মাসউদ ইবন খালদা আল-খাযরাজী ৷

মাসউদ ইবন রাবীআ আল-কারী ৷ বনু যুহরার মিত্র ও মৃহাজির ৷

মাসউদ ইবন সাআদ হাকে ইবন আবদে সা’দ ইবন আমির ইবন আদী ইবন জুশাম
ইবন মাজদাআ ইবন হারিছা ইবন হারিছও বলা হয় ৷

মাসউদ ইবন সাআদ ইবন কায়স আল-খাযরাজী ৷

মুসআব ইবন উমায়র আবদারী মুহাজির ৷ বদর যুদ্ধের পতাকা সে দিন তীর হাতেই
ছিল ৷

মুআয ইবন জাবাল খাযরাজী ৷

মুআয ইবন হারিছ নাজ্জারী ৷ ইনিই হচ্ছেন আফরার পুত্র এবং আওফ ও মুআওয়াযের
ভাই ৷

মুআয ইবন আমর ইবন জামুহ আল-খাযরাজী ৷

মুআয ইবন মাইয আল-থাযরড়াজী ৷ তিনি আইয-এর ভাই ছিলেন ৷


الْخَزْرَجِيُّ. مَالِكُ بْنُ نُمَيْلَةَ. وَقَالَ الْوَاقِدِيُّ: مَالِكُ بْنُ ثَابِتِ بْنِ نُمَيْلَةَ الْمُزَنِيُّ، حَلِيفٌ لِبَنِي عَمْرِو بْنِ عَوْفٍ. مُبَشِّرُ بْنُ عَبْدِ الْمُنْذِرِ بْنِ زَنْبَرٍ الْأَوْسِيُّ، أَخُو أَبِي لُبَابَةَ وَرِفَاعَةَ، قُتِلَ يَوْمَئِذٍ شَهِيدًا. الْمُجَذَّرُ بْنُ ذِيَادٍ الْبَلَوِيُّ، مُهَاجِرِيٌّ. مُحْرِزُ بْنُ عَامِرٍ النَّجَّارِيُّ. مُحْرِزُ بْنُ نَضْلَةَ الْأَسَدِيُّ، حَلِيفُ بَنِي عَبْدِ شَمْسٍ، مُهَاجِرِيٌّ، مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، حَلِيفُ بَنِي عَبْدِ الْأَشْهَلِ. مُدْلِجٌ، وَيُقَالُ: مِدْلَاجُ بْنُ عَمْرٍو، أَخُو ثَقْفِ بْنِ عَمْرٍو، مُهَاجِرِيٌّ. مَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيُّ. مِسْطَحُ بْنُ أُثَاثَةَ بْنِ عَبَّادِ بْنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ، مِنَ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ، وَقِيلَ: اسْمُهُ عَوْفٌ. مَسْعُودُ بْنُ أَوْسٍ الْأَنْصَارِيُّ النَّجَّارِيُّ. مَسْعُودُ بْنُ خَلْدَةَ الْخَزْرَجِيُّ. مَسْعُودُ بْنُ رَبِيعَةَ الْقَارِيُّ، حَلِيفُ بَنِي زُهْرَةَ مُهَاجِرِيٌّ. مَسْعُودُ بْنُ سَعْدٍ - وَيُقَالُ: ابْنُ عَبْدِ سَعْدٍ - ابْنِ عَامِرِ بْنِ عَدِيِّ بْنِ جُشَمَ بْنِ مَجْدَعَةَ بْنِ حَارِثَةَ بْنِ الْحَارِثِ. مَسْعُودُ بْنُ سَعْدِ بْنِ قَيْسٍ الْخَزْرَجِيُّ. مُصْعَبُ بْنُ عُمَيْرٍ الْعَبْدَرِيُّ، مُهَاجِرِيٌّ، كَانَ مَعَهُ اللِّوَاءُ يَوْمَئِذٍ. مُعَاذُ بْنُ جَبَلٍ الْخَزْرَجِيُّ. مُعَاذُ بْنُ الْحَارِثِ النَّجَّارِيُّ، هَذَا هُوَ ابْنُ عَفْرَاءَ، أَخُو عَوْفٍ وَمُعَوِّذٍ. مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الْجَمُوحِ