আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في تسمية من شهد بدرا من المسلمين
حرف العين
পৃষ্ঠা - ২৫২৫
২৩৩

২৩ :
২৩ ৫

২৩৬

২৩ ৭
২৩৮
২৩৯

২৪ :

২৪ ১
২৪ ২

২ : ৩

২৪ :

২৪ ৫

২৪ ৬

২৪ ৭

২ : ৮
২ : ৯

০০ মা৪ মা$

আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৯

আমর ইবন তালক ইবন যায়দ ইবন উমাইয়া ইবন সিনড়ান ইবন কাআব ইবন পানড়াম ৷
তিনি বনু হারামের অন্তর্ভুক্ত ছিলেন ৷

আমর ইবন জামুহ্ ইবন হারাম আনসারী ৷

আমর ইবন কায়স ইবন যায়দ ইবন সাওয়াদ ইবন মালিক ইবন গানাম ৷ তার নাম
ওয়াকিদী ও উমাবী বদরী মুজাহিদদের মধ্যে উল্লেখ করেছেন ৷

আমর ইবন কায়স ইবন মালিক ইবন আদী ইবন খানসা ইবন আমার ইবন মালিক
ইবন আদী ইবন আমির আবু খারিজা ৷ অবশ্য মুসা ইবন উকবা বদরীদের মধ্যে তার
নাম উল্লেখ করেননি ৷

আমর ইবন আমির ইবন হারিছ আল-ফিহ্রী ৷ মুসা ইবন উকবা তাকে বদরী বলে
উল্লেখ করেছেন ৷

আমর ইবন মা’বাদ ইবন আযআর আল-আওসী ৷

আমর ইবন মুআয আল-আওসী ৷ সাআদ ইবন যুআমের ভাই ৷

উমায়র ইবন হারিছ ইবন ছা’লাবা ৷ মতান্তরে আমর ইবন হারিছ ইবন লাবদা ইবন
ছালাবা আসৃ-সুলামী ৷

উমায়র ইবন হারাম ইবন জামুহ্ আস-সুলামী ৷ ইবন আইয ও ওয়াকিদীর বর্ণনা মতে ৷
উমায়র ইবন হাম্মাম ইবন জামুহ্ ৷ পুর্বোল্লিখিত উমায়রের চাচাত ভইি ৷ এ যুদ্ধে তিনি
শহীদ হন ৷

উমায়র ইবন আমির ইবন মালিক ইবন থানৃসা ইবন মাবঘুল ইবন আমর ইবন গানাম
ইবন মড়াযিন আবু দাউদ আল-মাযিনী ৷

উমায়র ইবন আওফ ৷ সুহড়ায়ল ইবন আমরের আযাদকৃত গোলাম ৷ উমাবী ও অন্যান্যরা
তীর নাম আমর ইবন আওফ বলেছেন ৷ বুখড়ারী ও মুসলিমে যে হড়াদীছে আবু
উবায়দাকে বাহ্রায়নে প্রেরণের কথা বলা হয়েছে, সেই হাদীছেও উমায়রের নাম
আমর লেখা হয়েছে ৷

উমায়র ইবন মালিক ইবন উহড়ায়ব আয যুহরী ৷ সাআদ ইবন আবু ওয়াক্কাসের ভাই ৷
বদর যুদ্ধের দিন তিনি শহীদ হন ৷

আনতারা বনুসুলায়মের আযাদকৃত গোলাম ৷ কারো কারো মতে, তিনি গোলাম নন,
বরং বনু সুলায়মেরই একজন ৷

আওফ ইবন হারিছ অড়ান-নাজ্জারী ৷ তিনি আফরা বিন্ত উবায়দ ইবন ছালাবা
আন-নাজ্জারিয়ার পুত্র ৷ এ যুদ্ধে তিনি শহীদ হন ৷

উওয়ায়ম ইবন সাইদা আনসারী ৷ বনু উমাইয়া ইবন যায়দ গোত্রের ৷
ইয়ায ইবন গানাম আল-ফিহ্রী ৷ প্রথম দিকের মুহাজির ৷


عَمْرُو بْنُ قَيْسِ بْنِ مَالِكِ بْنِ عَدِيِّ بْنِ عَامِرٍ، أَبُو خَارِجَةَ. وَلَمْ يَذْكُرْهُ مُوسَى بْنُ عُقْبَةَ عَمْرُو بْنُ عَامِرِ بْنِ الْحَارِثِ الْفِهْرِيُّ. ذَكَرَهُ مُوسَى بْنُ عُقْبَةَ. عَمْرُو بْنُ مَعْبَدِ بْنِ الْأَزْعَرِ الْأَوْسِيُّ. عَمْرُو بْنُ مُعَاذٍ الْأَوْسِيُّ، أَخُو سَعْدِ بْنِ مُعَاذٍ. عُمَيْرُ بْنُ الْحَارِثِ بْنِ ثَعْلَبَةَ، وَيُقَالُ: عُمَيْرُ بْنُ الْحَارِثِ بْنِ لِبْدَةَ بْنِ ثَعْلَبَةَ السَّلَمِيُّ. عُمَيْرُ بْنُ حَرَامِ بْنِ الْجَمُوحِ السَّلَمِيُّ. ذَكَرَهُ ابْنُ عَائِذٍ وَالْوَاقِدِيُّ. عُمَيْرُ بْنُ الْحُمَامِ بْنِ الْجَمُوحِ، ابْنُ عَمِّ الَّذِي قَبْلَهُ، قُتِلَ يَوْمَئِذٍ شَهِيدًا. عُمَيْرُ بْنُ عَامِرِ بْنِ مَالِكِ بْنِ الْخَنْسَاءِ بْنِ مَبْذُولِ بْنِ عَمْرِو بْنِ غَنْمِ بْنِ مَازِنٍ، أَبُو دَاوُدَ الْمَازِنِيُّ. عُمَيْرُ بْنُ عَوْفٍ، مَوْلَى سُهَيْلِ بْنِ عَمْرٍو وَسَمَّاهُ الْأُمَوِيُّ وَغَيْرُهُ عَمْرَو بْنَ عَوْفٍ. وَكَذَا وَقَعَ فِي " الصَّحِيحَيْنِ " فِي حَدِيثِ بَعْثِ أَبِي عُبَيْدَةَ إِلَى الْبَحْرَيْنِ. عُمَيْرُ بْنُ مَالِكِ بْنِ أُهَيْبٍ الزُّهْرِيُّ، أَخُو سَعْدِ بْنِ