আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في تسمية من شهد بدرا من المسلمين
حرف العين
পৃষ্ঠা - ২৫২৩


২১ : আদী ইবন আবুর রাগাবা আল-জুহানী ৷ তাকে ও বাসবাস ইবন অড়ামরকে রাসুলুল্লাহ্
(সা) গুপ্তচর হিসেবে আগে প্রেরণ করেন ৷

২১৫ ইসমড়া ইবন হুসাইন ইবন ওবারা ইবন থালিদ ইবন আজলান ৷

২১৬ আসীমা তিনি ছিলেন আশজা’ কিৎবা বনু আসাদ ইবন খুযায়মা গোত্রের শাখা বনু
হারিছ ইবন সাওয়ারের মিত্র ৷

২১ ৭ আতিয়্যা ইবন নুওয়ায়রা ইবন আমির ইবন আতিয়্যা আল-খাযরাজী ৷

২১৮ উকবা ইবন আমির ইবন নাবী আস-সুলামী ৷

২১ ৯ উকবা ইবন উছমান ইবন খালদা খাযরাজী ৷ সাআদ ইবন উছমানের ভাই ৷

২২০ উকবা ইবন আমর আবু মাসউদ আল-বদরী ৷ সহীহ্ বুখারীতে আছে যে, তিনি বদর

যুদ্ধে অংশ্যাহণ করেছিলেন ৷ কিন্তু বহু মাপাযী লেখক বদরী সাহাবীদের মধ্যে তার নাম
উল্লেখ করেননি ৷

২২১ উকবা ইবন ওয়াহব ইবন রাবীআ আল-আসাদী যিনি ছিলেন খুযায়মা গোত্রের সিংহ
তৃল্য ৷ তিনি ছিলেন বনু আবদে শামসের মিত্র ও শুজা ইবন ওয়াহবের ভাই এবং প্রথম
সারির মুহাজির ৷

২২২ উকবা ইবন ওয়াহব ইবন কালদা বনু গাতফানের মিত্র ৷

২২৩ উকাশা ইবন মিহ্সান পানামী প্রথম দিকের একজন মুহাজির এবং র্যাদের কোন
হিসাব নেয়া হবে না বলে ঘোষণা আছে, তিনি হচ্ছেন তাদের অন্যতম ৷

২২৪ আলী ইবন আবু তালিব আল-হাশিমী ৷ আমীরুল মু’মিনীন খলীফা চতৃষ্টয়ের
অন্যতম ৷ বদরে তিন মল্লযোদ্ধার মধ্যে তিনি একজন ৷

২২৫ আমার ইবন ইয়াসির আল-আনাসী আল-মাযহড়াজী প্রথম দিকের মুহাজির ৷

২২৬ আম্মারা ইবন হাযম ইবন যায়দ আন-নাজ্জারী ৷

২২৭ উমর ইবন খাত্তাব, আমীরুল মু’মিনীন ৷ চার খলীফার অন্যতম এবং অনুসরণীয় প্রথম
খলীফাদ্বয়ের একজন ৷

২২৮ উমর ইবন আমর ইবন ইয়াস ৷ তিনি ছিলেন ইয়ামানবাসী ও বনু লাওযান ইবন আমর
ইবন সালিম-এর মিত্র ৷ কারো কারো মতে, তিনি করার ও ওয়ারাকার ভাই ৷

২২৯ আমর ইবন ছালাবাইবন ওয়াহব ইবন আদী ইবন মালিক ইবন আদী ইবন আমির
আবু হাকীম

২৩০ আমর ইবন হারিছ ইবন যুহয়ের ইবন আবু শাদ্দাদ ইবন রাবীআ ইবন হিলাল ইবন
উহায়ব ইবন যাবশা ইবন হারিছ ইবন ফিহ্র আল-ফিহরী ৷

২৩১ আমর ইবন সুরড়াকা আল-আদাবী মুহাজির ৷

২৩২ আযর ইবন আবু সারাহ আল-ফিহরী মুহাজির ৷ ওয়াকিদী ও ইবন আইয আমরের
পরিবর্তে মা’মার বলেছেন ৷


عَيْنًا. عِصْمَةُ بْنُ الْحُصَيْنِ بْنِ وَبْرَةَ بْنِ خَالِدِ بْنِ الْعَجْلَانِ. عُصَيْمَةُ، حَلِيفٌ لِبَنِي الْحَارِثِ بْنِ سَوَادٍ، مِنْ أَشْجَعَ، وَقِيلَ مِنْ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ. عَطِيَّةُ بْنُ نُوَيْرَةَ بْنِ عَامِرِ بْنِ عَطِيَّةَ الْخَزْرَجِيُّ. عُقْبَةُ بْنُ عَامِرِ بْنِ نَابِي السَّلَمِيُّ. عُقْبَةُ بْنُ عُثْمَانَ بْنِ خَلْدَةَ الْخَزْرَجِيُّ، أَخُو سَعْدِ بْنِ عُثْمَانَ. عُقْبَةُ بْنُ عَمْرٍو، أَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ، وَقَعَ فِي " صَحِيحِ الْبُخَارِيِّ " أَنَّهُ شَهِدَ بَدْرًا، وَفِيهِ نَظَرٌ عِنْدَ كَثِيرٍ مِنْ أَصْحَابِ الْمَغَازِي، وَلِهَذَا لَمْ يَذْكُرُوهُ. عُقْبَةُ بْنُ وَهْبِ بْنِ رَبِيعَةَ الْأَسَدِيُّ، أَسَدُ خُزَيْمَةَ حَلِيفٌ لِبَنِي عَبْدِ شَمْسٍ، وَهُوَ أَخُو شُجَاعِ بْنِ وَهْبٍ، مِنَ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ. عُقْبَةُ بْنُ وَهْبِ بْنِ كَلَدَةَ، حَلِيفُ بَنِي غَطَفَانَ. عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الْغَنْمِيُّ، مِنَ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ وَمِمَّنْ لَا حِسَابَ عَلَيْهِ. عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الْهَاشِمِيُّ، أَمِيرُ الْمُؤْمِنِينَ، أَحَدُ الْخُلَفَاءِ الْأَرْبَعَةِ وَأَحَدُ الثَّلَاثَةِ الَّذِينَ بَارَزُوا يَوْمَئِذٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ. عَمَّارُ بْنُ يَاسِرٍ الْعَنْسِيُّ الْمَذْحِجِيُّ، مِنَ الْمُهَاجِرِينَ