Login | Register

আল বিদায়া ওয়ান্নিহায়া - খন্ড ৩ : পৃষ্ঠা ৫৫৩

আল বিদায়া ওয়ান্নিহায়া খন্ড ৩: পৃষ্ঠা - ৫৫৩
১ ২ ১
১ ২২

১ ২৩
১ ২ :
১ ২৫

১ ২ ৭
১ ২৮

১ ২৯
১ ৩ :
১ ৩ ১
১ ৩ ২

১ ৩৩

১ ৩ :

১ ৩ ৫

১ ৩৬

১ ৩ ৭

০০ মা৪ মা$

আল-বিদায়৷ ওয়ান নিহায়া ৫৫৩

সুলায়ম ইবন মিলহান নাজ্জারী ৷ ইনি হারাম ইবন মিলহানের ভাই ছিলেন ৷
সিমাক ইবন আওস ইবন খারাশা আবু দুজান৷ ৷ তাকে সিমাক ইবন থারাশাও বলা হয় ৷

সিমাক ইবন সাঅড়াদ ইবন ছালাব৷ আল-খাযরড়াজী ৷ ইনি পুর্বোল্লিখিত বাশীব ইবন
সাআদের ভাই ৷

সাহ্ল ইবন হানীফ আল-আওসী ৷
সাহ্ল ইবন আতীক আন-নাজ্জারী ৷
সাহ্ল ইবন কায়স আস সুলামী ৷

সাহ্ল ইবন রা ৷ফি আন-নাজ্জা ৷রী ৷ তার জন্যে ও তার ভাইয়ের জন্যে মসজিদে নববীতে
একটি স্থান নির্দিষ্ট ছিল ৷

সুহাল ইবন ওয়াহব আল-ফিহ্রী ৷ তার মায়ের নাম ছিল বায়যা ৷

সিনান ইবন আবু সিনান ইবন মিহ্সান ইবন হারছান ৷ তিনি ছিলেন একজন মুহাজির
এবং বনু আবদে শামৃস ইবন আবদে মানাফের মিত্র ৷

সিনান ইবন সায়ফী আস-সুলামী ৷
সাওয়াদ ইবন যুরায়ক ইবন যায়দ আনসারী ৷ উমাবী বলেছেন, সাওয়াদ ইবন রিযাম ৷
সাওয়াদ ইবন গাযিয়াহ্ ইবন উহায়ব আল-বালাবী ৷
সুওয়ায়বিত ইবন সাআদ ইবন হারমাল৷ আল-আবদারী ৷
সুওয়ায়দ ইবন মুথশী আবু মুথশী আত-তাঈ ৷ বনু আবদে শামৃস এর মিত্র ৷ কারও মতে
তার নাম ছিল উযায়দ ইবন হুমায়র ৷

শীন’ আদ্যাক্ষর বিশিষ্ট নামসমুহ

শুজা ইবন ওয়াহব ইবন রাবীআ আল-আসাদী, আসাদ ইবন খুযায়মা ৷ বনু আবদে
শামৃস-এর মিত্র এবং প্রথম দিকের মুহাজির ৷

শাম্মাস ইবন উছমান আল-মাখয়ুমী ৷ ইবন হিশাম বলেন, প্রথম দিকে তীর নাম ছিল

উছমান ইবন উছমান ৷ কিন্তু মুথশ্রী ও অবয়বে জাহিলী যুগের শাম্মাস নামক এক

ব্যক্তির সাথে তীর সাদৃশ্য থাকায় লোকে র্তাকে শাম্মাস বলতো ৷

শাকরান-র বাসুলুল্লাহ্ (সা) এর আযাদকৃত গোলাম ৷ ওয়াকিদী বলেন, গনীমতের কোন
মাল শাকরানকে দেয়৷ হয়নি ৷৩ তবে বদরের বন্দীদের দেখাশুনার দায়িতৃ তার উপর ন্যস্ত

করা হয়েছিল ৷ তাই যাদেরই বন্দী ছিল , তারা প্রত্যকেই তা ৷কে কিছু কিছু মাল দেয় ৷
এতে এক এক জনের প্রাপ্য অংশের চাইতে তিনি অধিক মাল প্রাপ্ত হন ৷

সােয়াদ’ আদ্যাক্ষর বিশিষ্ট নামসমুহ
সুহায়ব ইবন সিনান আর-রুমী প্রথম দিকের মুহাজির ৷Execution time: 0.10 render + 0.00 s transfer.