আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في تسمية من شهد بدرا من المسلمين
حرف الخاء
পৃষ্ঠা - ২৫০৮

হাসীস ইবন কাআব ইবন লুওয়াই অড়াস-সাহ্যী ৷ তিনি ছিলেন হযরত উমর ইবন
খাত্তাবের কন্যা হাফ্সার স্বামী ৷ বদর যুদ্ধে তিনি শহীদ হন ৷

৬৮ খাওয়াত ইবন জুবায়র আল-আনসারী ৷ তিনি স্বয়ং যুদ্ধে গমন করেননি ৷ তবু র্তাকে
গনীমত ও যুদ্ধে অংশ্যাহণকারীর পুরস্কার দেয়া হয় ৷

৬৯ খাওলা ইবন আবু খাওলা আল-আজালী ৷ বনু আদীর মিত্র এবং প্রথম দিকের মুহাজির ৷
৭০ খাল্লাদ ইবন রাফি ৷

৭ ১ খাল্লাদ ইবন সুওয়ায়দ ৷

৭২ খাল্পাদ ইবন আমর ইবন জামুহ্ আল-খাযরাজী ৷

যাল আদ্যাক্ষর বিশিষ্ট নামসমুহ
৭৩ যাক্ওয়ান ইবন আবদে কায়স আলশ্খড়াযরাজী ৷

৭৪ যুশৃ-শিমালায়ন ইবন আব্দ ইবন আমর ইবন নড়াযলা ৷ তিনি ছিলেন ঘুসাআ গোত্রের
গড়াবশান ইবন সুলায়ম ইবন মালিকান ইবন আফসা ইবন হারিছা ইবন আমর ইবন
আমির শাখার লোক এবং বনী যুহরার মিত্র ৷ বদর যুদ্ধে তিনি শহীদ হন ৷ ইবন হিশাম
বলেন, তার নাম ছিল উমায়র ৷ অতিশয় দরিদ্র হওয়ার কারণে তাকে যুশ-শিমালায়ন
বলা হত ৷

রা আদ্যক্ষর বিশিষ্ট নামসমুহ

৭৫ রাফি ইবন হারিছ আল-আওসী ৷

৭৬ রাফি ইবন আনজাদা ৷ ইবন হিশাম বলেন, আনজাদা হচ্ছে রাফির মায়ের নাম ৷

৭ ৭ রাফি ইবন মুআল্লা ইবন লাওযান আল-খাযরাজী ৷ তিনি এ যুদ্ধে শহীদ হন ৷

৭৮ রিবঈ ইবন রাফি ইবনহারিছ ইবন যায়দ ইবন হারিছা ইবন জাদ ইবন আজলান ইবন
যাবীআ ৷ মুসা ইবন উক্বা বলেছেন রিবঈ ইবন আবু রাফি ৷

৭৯ রাবী ইবন ইয়াস আল-খাযরাজী ৷

৮০ রাবীআ ইবন আকছাম ইবন সাখবুরা ইবন আমর ইবন লাকীয ইবন আমির ইবন গানাম
ইবন দুদান ইবন আসাদ ইবন থুযায়মা বনু আবদে শামস ইবন আবদে মানাফএর
মিত্র ৷ তিনি ছিলেন প্রথম দিকের যুহাজির ৷

৮১ রাখীলা ইবন ছালাবা ইবন খালিদ ইবন ছা’লাবা ইবন আমির ইবন বায়াযা
আল-খড়াযরাজী ৷

৮২ রিফাআ ইবন রাফি আবৃ-যুরাকী -খাল্লাদ ইবন রাফির ভাই ৷
৮৩ রিফাআ ইবন আবদুল ঘুনযির ইবন যুনায়র আওসী আবু লুবাবার ভাই ৷


حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ هَاشِمٍ عَمُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [حَرْفُ الْخَاءِ] خَالِدُ بْنُ الْبُكَيْرِ أَخُو إِيَاسٍ الْمُتَقَدِّمِ. خَالِدُ بْنُ زَيْدٍ أَبُو أَيُّوبَ النَّجَّارِيُّ. خَالِدُ بْنُ قَيْسِ بْنِ مَالِكِ بْنِ الْعَجْلَانِ الْأَنْصَارِيُّ. خَارِجَةُ بْنُ الْحُمَيِّرِ، حَلِيفُ بَنِي خَنْسَاءَ مِنَ الْخَزْرَجِ، وَقِيلَ: اسْمُهُ حَمْزَةُ بْنُ الْحُمَيِّرِ. وَسَمَّاهُ ابْنُ عَائِذٍ: أَبَا خَارِجَةَ. فَاللَّهُ أَعْلَمُ. خَارِجَةُ بْنُ زَيْدٍ الْخَزْرَجِيُّ صِهْرُ الصِّدِّيقِ. خَبَّابُ بْنُ الْأَرَتِّ، حَلِيفُ بَنِي زُهْرَةَ، وَهُوَ مِنَ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ، وَأَصْلُهُ مِنْ بَنِي تَمِيمٍ، وَيُقَالُ: مِنْ خُزَاعَةَ. خَبَّابٌ مَوْلَى عُتْبَةَ بْنِ غَزْوَانَ، مِنَ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ. خِرَاشُ بْنُ الصِّمَّةِ السَّلَمِيُّ. خُبَيْبُ بْنُ إِسَافِ بْنِ عِنَبَةَ الْخَزْرَجِيُّ. خُرَيْمُ بْنُ فَاتِكٍ. ذَكَرَهُ الْبُخَارِيُّ فِيهِمْ. خَلِيفَةُ بْنُ عَدِيٍّ الْخَزْرَجِيُّ. خُلَيْدُ بْنُ قَيْسِ بْنِ النُّعْمَانِ بْنِ سِنَانِ بْنِ عُبَيْدٍ الْأَنْصَارِيُّ السَّلَمِيُّ. خُنَيْسُ بْنُ