আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

فصل في تسمية من شهد بدرا من المسلمين
حرف الألف
পৃষ্ঠা - ২৫০০


৭ আনাস ইবন ঘুআয ইবন আনাস ইবন কায়স ইবন উবায়দ ইবন যায়দ ইবন মুআবিয়া
ইবন আমর ইবন মালিক ইবন নাজ্জার ৷

৮ উনসাতুল হাবাশী ইনি রাসুলুল্লাহ্ (না)-এর আযাদকৃত দাস ৷
৯; আওস ইবন ছাবিত ইবন মুনযির নাজ্জারী ৷
১ : আওস ইবন খাওলা ইবন আবদুল্লাহ ইবন হড়ারিছ ইবন উবায়দ ইবন মালিক ইবন সালিম

ইবন গানাম ইবন আওফ ইবন খাযরাজ আল-খাযরাজী ৷ মুসা ইবন উকবা এ স্থলে
বলেছেন : আওস ইবন আবদুল্লাহ ইবন হড়ারিছ ইবন খাওলা ৷

১ ১ আওস ইবন সামিত আল-খাযরাজী উবাদা ইবন সামিতএর ভাই ৷

১ ২ ইয়াস ইবন বুকায়র ইবন আবদে ইয়ালীল ইবন নাশিব ইবন গাবারা ইবন সাআদ ইবন
লায়ছ ইবন বকর বনু আদী ইবন কাআব-এর মিত্র ৷

বা অড়াদ্যাক্ষর বিশিষ্ট নামসমুহ
১৩ বুজায়র ইবন আবু বুজায়র বনু নাজ্জারের মিত্র ৷

১৪ বাহাছ ইবন ছা’লাবা ইবন খুযামা ইবন আসরাম ইবন আমর ইবন আম্মারা আল-
বালাবী-আনসারীদের মিত্র ৷

১৫ বাসৃবাস ইবন আসর ইবন ছা’লাবা ইবন খারশা ইবন যায়দ ইবন আমর ইবন সাঈদ ইবন
যুবয়ান ইবন রুশদান ইবন কায়স ইবন জুহায়না আল-জ্বহড়ানী বনু সাইদার মিত্র ৷
মুসলিম বাহিনীর দু’জন গুপ্তচরের মধ্যে ইনি একজন ৷ অনজেন আদী ইবন
আবুর-রাগৃবা ৷

১৬ বিশর ইবন বারা’ ইবন মা’রুর আল-খাযরাজী ৷ ইনি থায়বারের যুদ্ধে বিষ মিশ্রিত গোশৃত
খেয়ে ইনতিকাল করেছিলেন ৷

১ ৭ বশীর ইবন সাআদ ইবন ছা’লাবা আল-থাযরাজী ৷ তার পুত্রের নাম নুমান ন্ বলা হয়,
হযরত আবু বকরের হাতে তিনিই সর্বপ্রথম বায়আত গ্রহণ করেন ৷

১৮ বশীর ইবন আবদুল মুনযির আবু লুবাবা আল-আওসী ৷ রাসুলুল্লাহ্ (সা) রাওয়াহা
নামক স্থান হতে তাকে মদীনায় একটা কাজের দায়িত্ব দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন ৷
এজন্য গনীমতের অংশ ও পুরস্কার র্তাকে দেয়া হয় ৷

তা’ আদ্যাক্ষর বিশিষ্ট নামসমুহ

১৯ তামীম ইবন ইয়াআর ইবন কায়স ইবন আদী ইবন উমাইয়া ইবন জাদারা ইবন আওফ
ইবন হড়ারিছ ইবন খাযরাজ

২০ তামীম খারাশ ইবন সুম্মা’র আযাদকৃত দাস ৷

২১ তামীম বনু গনোম ইবন সালামের আযাদকৃত দাস ৷ কিন্তু ইবন হিশাম তাকে সাআদ
ইবন খায়ছামার আযাদকৃত দাস বলে উল্লেখ করেছেন ৷

€০া৷া







حَرْفُ الْأَلِفِ أُبَيُّ بْنُ كَعْبٍ النَّجَّارِيُّ سَيِّدُ الْقُرَّاءِ. الْأَرْقَمُ بْنُ أَبَى الْأَرْقَمِ، - وَأَبُو الْأَرْقَمِ - عَبْدُ مَنَافِ بْنُ أَسَدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ مَخْزُومٍ الْمَخْزُومِيُّ. أَسْعَدُ بْنُ يَزِيدَ بْنِ الْفَاكِهِ بْنِ يَزِيدَ بْنِ خَلَدَةَ بْنِ عَامِرِ بْنِ الْعَجْلَانِ. أَسْوَدُ بْنُ زَيْدِ بْنِ ثَعْلَبَةَ بْنِ عُبَيْدِ بْنِ غَنْمٍ. كَذَا قَالَ مُوسَى بْنُ عُقْبَةَ. وَقَالَ الْأُمَوِيُّ: سَوَادُ بْنُ رِزَامِ بْنِ ثَعْلَبَةَ بْنِ عُبَيْدِ بْنِ عَدِيٍّ. شَكَّ فِيهِ. وَقَالَ سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنِ ابْنِ إِسْحَاقَ: سَوَادُ بْنُ رُزَيْقِ بْنِ ثَعْلَبَةَ. وَقَالَ ابْنُ عَائِذٍ: سَوَادُ بْنُ زَيْدٍ. أُسَيْرُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ أَبُو سَلِيطٍ. وَقِيلَ: أُسَيْرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ بْنِ لَوْذَانَ بْنِ سَالِمِ بْنِ ثَابِتٍ الْخَزْرَجِيُّ. وَلَمْ يَذْكُرْهُ مُوسَى بْنُ عُقْبَةَ. أَنَسُ بْنُ قَتَادَةَ بْنِ رَبِيعَةَ بْنِ خَالِدِ بْنِ الْحَارِثِ الْأَوْسِيُّ. كَذَا سَمَّاهُ مُوسَى بْنُ عُقْبَةَ. وَسَمَّاهُ الْأُمَوِيُّ فِي " السِّيرَةِ " أُنَيْسًا.