আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة بدر العظمى

مقدماتها وأحداثها
পৃষ্ঠা - ২৩৫২


ইউনুস (ব) ইবন ইসহাক থেকে বর্ণনা করেন যে, কুরায়শরা ছোট-বড় মিলে মোট নয় শ’
পঞ্চাশজন যোদ্ধ৷ বদর যুদ্ধে অংশগ্রহণ করতে ঘর থেকে বেরিয়ে আসে ৷ তাদের সাথে ছিল
দৃ’শ’ ঘোড়া১ এবং কয়েকজন গায়িকা ৷২ যারা দফ বাজিয়ে পান গাইত এবং মুসলমানদের
বিরুদ্ধে কুৎসামুলক কবিতা আবৃত্তি করতো ৷ এই অভিযানে যে সব কুরায়শ এক এক দিন করে
সকল সৈন্যের খাদ্য সরবরাহ করে, ইবন ইসহড়াক তাদের নাম উল্লেখ করেছেন ৷ উমাবী বলেন
মক্কা থেকে বের হওয়ার পর সর্বপ্রথম আবু জ হল (মিনার ৷ দশটি উট যবাহ্ করে ৷ এরপর
উসফ ন নামক স্থানে পৌছলে উমাইয়৷ ইবন খাল্ফ সৈন্যদের জন্যে নয়টি উট যবাহ্ করে ৷
কুদায়দে পৌছলে সুহায়ল ইবন অড়ামর তাদের জন্যে দশটি ডট যবাহ্ করে ৷ কুদায়দ থেকে

তারা পথ পরিবর্তন করে লোহিত সাগরের দিকে অগ্রসর হয় ৷ সেখানে তারা একদিন অবস্থান
করে ৷ এ সময় শায়বা ইবন রাবীআ নয়টি উট যবাহ্ করে সকলকে আখ্যায়িত করে ৷ এরপর

তারা জুহ্ফায় পৌছে ৷ সেখানে উ৩ তব৷ ইবন রাবীআ দশটি উট যবাহ্ করে ৷ এরপর তারা
আবওয়া পর্যন্ত পৌছে ৷ সেখানে হাজ্জ জ্জাজের দুই পুত্র নাবীহ্ যুনাববিহ্ দশটি উট যবাহ্ করে ৷
আব্বাস ইবন আবদুল মুত্তালিবও যোদ্ধাদের দশটি উট যবাহ করে তাদেরকে আখ্যায়িত
করেন ৷ তাছ৷ ৷ড়া হড়ারিছ ইবন নাওফিল দশটি উট যবাহ্ করে ৷ বদর কুয়োর সন্নিকটে আবুল
বুখতারী দশটি উট যবাহ্ করে ৷ এরপর থেকে তারা প্রতেকে নিজ নিজ খরচে পানাহার করে ৷
উমাবী বলেন, আমার নিকট আমার পিতা বর্ণনা করেন যে, আবু বকর হুযালী বলেছেন , বদর
যুদ্ধে মুশরিকদের কাছে ছিল ষাটটি ঘোড়া ও ছয়শ’ বর্ষ ৷ অপরদিকে রাসুলুল্লাহ্র সাথে ছিল
দুটি ঘোড়া ও ষাটটি বর্ম ৷

এতক্ষণ যাবত কুরায়শ বাহিনীর মক্কা ত্যাগ ও বদর যুদ্ধে গমন সম্পর্কে আলোচনা করা

হল ৷ অপরদিকে রাসুলুল্পাহ্ (সা) এর অভিযা ৷ন সম্পর্কে ইবন ইসহাক বলেন : রমাযান মাসের
কয়েক দিন অতিবহিত হওয়ার পর রাসুলুল্লাহ্ (সা)৩ তার সাহাবাগণকে সাথে নিয়ে অভিযানে
বের হন ৷ ইবন উম্মে মাকতুমকে তিনি লোকদের নামাযের ইমামতীর দায়িত্ব প্রদান করেন ৷
এরপর রাওহ৷ থেকে আবু লুবাবাকে মদীনায় শাসক নিযুক্ত করে ফেরত পাঠান ৷ মুসআব ইবন
উমায়রের হাতে যুদ্ধের পতাকা অর্পণ ৷করেন ৷ এ পতা কা ছিল সাদা রঙের ৷ রাসুলুল্লাহ্র সম্মুখে
ছিল দুটি কাল পতাকা ৷ এর একটি ছিল আলী ইবন আবু৩ তালিবের হাতে ৷ এ পতাকার নাম
ছিল উকাব (ঈগল) ৷ আর অন্যটি ছিল জনৈক আনসার সাহাবীর হাতে ৷ ইবন হিশাম বলেন,
আনসারদের পতাকা ছিল সাআদ ইবন মুআযের হাতে ৷ কিন্তু উমাবী বলেছেন, আনসারদের
পতাকা ছিল হুবাব ইবন ঘুনযিরের হাতে ৩৷ ইবন ইসহাক বলেন রাসুলুল্লাহ্ (সা) তার সেনা-
দলের পশ্চাৎ ভাগের দায়িতু বনু মাযিন ইবন নাজ্জারের কায়স ইবন আবু স৷ স আকে প্রদান
করেন ৷ উমাবী বলেন, মুসলিম বাহিনীতে দু টি মাত্র ঘোড়া ছিল ৷৩ তার একটির আরোহী ছিলেন
মুসআব ইবন উমায়র এবং অপরটিতে আরোহণ ৷করেছিলেন যুবায়র ইবন আওআম (বা) ৷
সেনাবাহিনীর দক্ষিণ বাহুর (মায়মানা) নেতৃত্বে ছিলেন সাআদ ইবন খায়ছামা এবং বাম বাহুর
(মায়সা রা) নেতৃত্বে ছিলেন মিকদাদ ইবন অ ৷সওয়াদ (বা ) ৷



১ ওয়াকিদ্দীর মতে একশ’ অশ্ব ৷

২ ওয়াকিদী বলেন, গায়িকারা হলো সারা আমর ইবন হাশিম ইবন মুত্তালিবের দাসী; উয্যা আসওয়াদ
ইবন মুত্তালিবের দামী; তৃতীয় জন উমাইয়৷ ইবন খালফের দাসী ৷


مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، يُقَالُ لَهَا الْعُقَابُ. وَالْأُخْرَى مَعَ بَعْضِ الْأَنْصَارِ. قَالَ ابْنُ هِشَامٍ: كَانَتْ رَايَةُ الْأَنْصَارِ مَعَ سَعْدِ بْنِ مُعَاذٍ. وَقَالَ الْأُمَوِيُّ: كَانَتْ مَعَ الْحُبَابِ بْنِ الْمُنْذِرِ. قَالَ ابْنُ إِسْحَاقَ وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّاقَةِ قَيْسَ بْنَ أَبِي صَعْصَعَةَ أَخَا بَنِي مَازِنِ بْنِ النَّجَّارِ. وَقَالَ الْأُمَوِيُّ: وَكَانَ مَعَهُمْ فَرَسَانِ، عَلَى إِحْدَاهُمَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَعَلَى الْأُخْرَى الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ، وَمَرَّةً سَعْدُ بْنُ خَيْثَمَةَ، وَمَرَّةً الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ» . وَقَدْ رَوَى الْإِمَامُ أَحْمَدُ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، عَنْ عَلِيٍّ قَالَ: مَا كَانَ فِينَا فَارِسٌ يَوْمَ بَدْرٍ غَيْرُ الْمِقْدَادِ . وَرَوَى الْبَيْهَقِيُّ مِنْ طَرِيقِ ابْنِ وَهْبٍ، عَنْ أَبِي صَخْرٍ، عَنْ أَبِي مُعَاوِيَةَ الْبَجَلِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ عَلِيًّا قَالَ لَهُ: مَا كَانَ مَعَنَا إِلَّا فَرَسَانِ، فَرَسٌ لِلزُّبَيْرِ وَفَرَسٌ لِلْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ. يَعْنِي يَوْمَ بَدْرٍ.