আল বিদায়া ওয়া আন্নিহায়া

السنة الثانية من الهجرة

ما وقع فيها من الأحداث

كتاب المغازي

غزوة الأبواء

غزوة الأبواء

পৃষ্ঠা - ২৩০৫


কিত তাবুল মাণাযীতে বলেন০ ং রাসুলুল্লাহ্ (সা) সর্বপ্রথম যে যুদ্ধাভিযান বা গাবওয়ায় অংশ নেন
তা হল আবৃওয়া যুদ্ধ, এরপর বুয়ড়াত, তারপর আশীরাব যুদ্ধ ৷৩ তারপর রাবী বলেন, যায়দ ইবন
আরকাম থেকে বর্ণিত আছে যে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, রাসুলুল্লাহ্ (সা) কয়ঢি
গাযওয়ায় অং ×শগ্রহং করেছেন ? তিনি বললেন : ১৯টিতে ৷ তবে মতাম্ভরে তিনি ১ ৭টিতে
উপস্থিত ছিলেন ৷ এর মধ্যে প্রথমটা হলো আসীর৷ বা আশীরাব যুদ্ধ ৷ গাণ্ঘুওয়৷ আশীরাব বর্ণনায়
সনদ ও মুল পাঠসহ এ বিষয়ে আলোচনা পরে আসছে ৷ আর সহীহ্ বুখারীতে বুরায়দা সুত্রে
বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ (সা) ১৬টি গাযওযায় যোগদান করেন ৷ আর মুসলিম শরীফে একই
রাবী থেকে বর্ণিত আছে, যে, তিনি রাসুলুল্লাহ্ (না)-এর সঙ্গে ১৬ট৷ গাযওয়ায় অংশ গ্রহণ
করেন ৷ একই রাবী সুত্রে মুসলিমের বর্ণনায় আছে যে, রা-সুলুল্লাহ্ (স) ১৯টা গায্ওয়ায়
যোগদান করেন ৷ আর এগুলোর মধ্যে যুদ্ধ করেন ৮টায় ৷ হুসাইন ইবন ওয়াকিদ বুরায়দা
থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (না) ১ ৭টা গাযওয়ায় অংশ গ্রহণ করেন এবং যুদ্ধ করেন
৮টাতে বদর, উহুদ, আহযাব, মুরায়সী, কাদীদ, খায়বর, মক্কা ও নায়ন ৷ ২৪ টা মারিয়া
তথা বাহিনী প্রেরণ করেন ৷ আর ইয়াকুব ইবন সুফিয়ান মাক্হুল সুত্রে বর্ণনা করেন যে,
রাসুলুল্লাহ্ (সা) ১৮টা গাযওয়ায় অংশ গ্রহণ করেন, যুদ্ধ করেন ৮টিতে ৷ এগুলোর প্রথম হলো
বদর, পরে উহুদ, তারপর আহযাব, তারপর কুরায়যা, তারপর ৰিরে মাউনা, এরপর খুযাআ
গোত্রের বনু মুস্তালিক, এরপর গাযওয়৷ খায়বর, তারপর গাযওয়৷ মক্কা, তারপর হুনায়ন এবং

তাইফ ৷ কুরায়য৷ র পর বি রে মা ৷উনা ৷র উল্লেখ তর্কাতীত নয় ৷ আর বিশুদ্ধ কথা এই যে, তা ছিল
উহুদ যুদ্ধের পর, যে সম্পর্কে পরে আলোচনা আসছে ৷ ইয়াকুব বলেন ৪ সাঈদ ইবন ঘুসায্যব
বলেছেন৪ রাসুলুল্পাহ্ (সা) ১৮টা গাযওয়ায় অংশ্যাহণ করেন ৷ আরেকবার আমি তাকে বলতে
শুনেছি, তিনি চব্বিশটিতে অং ×শগ্রহণ করেছেন ৷ আমি জানি না, এটা তার অনুমান, নাকি পরে
তিনি শুনে বলেছেন ৷৩ তাবারানী যুহ্রী থেকে বর্ণনা করে বলেন৪ রাসুলুল্লাহ্ (সা) ২৪টা
গাযওয়ায় অং ×শগ্নহণ করেন ৷ আবদুর রহমান ইবন হুমায়দ৩ তার মুসনাদ গ্রন্থে জাবির (রা) এর
বরাতে বলেন৪ রাসুলুল্লাহ্ (সা) ২১টি গাঘৃওয়ায় অ ×শ গ্রহণ করেন ৷ আর হাকিম হিশাম সুত্রে
কাতাদার বরাতে বর্ণনা করেনং রাসুলুল্লাহ্ (সা) এর মাগাযী এবং সারিয়ার মোট সং ×থ্যা ছিল
৪৩টি ৷ অতঃপর হাকিম বলেনঃ হয়তো৩ তিনি গাযওয়া১ ও সারিয়৷ উভয় প্ৰক৷ র অভিযান বুঝাতে
চেয়েছেন ৷ >

আল ইকলীল গ্রন্থে আমি বা রা৷বাহিকভ৷ ৷বে রাসুলুল্লাহ্ (সা) এর প্রেরিত অভিযানসমুহের
উল্লেখ করেছি, যেগুলোর সংখ্যা শতাধিক ৷ হাকিম বলেন আমাদের একজন বিশ্বস্ত সঙ্গী
বুখারড়ায় আমাকে জানান যে,৩ তিনি আবু আবদ্ল্লাহ্ মুহাম্মদ ইবন নাসরশ্এর গ্রন্থে যুদ্ধ ছাড়া
সত্তরটির অধিক সারিয়৷ ও অভিযাত্রী বাহিনীর নাম পড়েছেন ৷ হাকিমের এই বর্ণনা রীতিমভাে
বিস্ময়কর আর কা৩ তাদার উক্তির যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, তাও সন্দেহাভীত নয় ৷ ইমাম
আহমদ আযহ৷ র ইবন কাসিম বা ৷সিবী সুত্রে কা ৷তাদ৷ থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (না)-এর



১ গড়ায়ওয়৷ হচ্ছে ঐ সব যুদ্ধাতিযান, যেণ্ডলোতে স্বয়ং× নবী করীম (সা) উপস্থিত ছিলেন ৷ পক্ষান্তার সারিয়৷ বলা
হয় তার প্রেরিত বাহিনীগুলির অভিযানসমুহকে ৷


غَزْوَةً» وَفِي رِوَايَةٍ لَهُ عَنْهُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا تِسْعَ عَشْرَةَ غَزْوَةً، وَقَاتَلَ فِي ثَمَانٍ مِنْهُنَّ» . وَقَالَ الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا سَبْعَ عَشْرَةَ غَزْوَةً، وَقَاتَلَ فِي ثَمَانٍ، يَوْمَ بَدْرٍ، وَأُحُدٍ وَالْأَحْزَابِ، وَالْمُرَيْسِيعِ، وَقُدَيْدٍ، وَخَيْبَرَ، وَمَكَّةَ، وَحُنَيْنٍ، وَبَعَثَ أَرْبَعًا وَعِشْرِينَ سَرِيَّةً. وَقَالَ يَعْقُوبُ بْنُ سُفْيَانَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ التَّنُوخِيُّ ثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي النُّعْمَانُ، عَنْ مَكْحُولٍ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا ثَمَانِيَ عَشْرَةَ غَزْوَةً، قَاتَلَ فِي ثَمَانِ غَزَوَاتٍ، أَوَّلُهُنَّ بَدْرٌ، ثُمَّ أُحُدٌ، ثُمَّ الْأَحْزَابُ، ثُمَّ قُرَيْظَةُ، ثُمَّ بِئْرُ مَعُونَةَ، ثُمَّ غَزْوَةُ بَنِي الْمُصْطَلِقِ مِنْ خُزَاعَةَ، ثُمَّ غَزْوَةُ خَيْبَرَ، ثُمَّ غَزْوَةُ مَكَّةَ ثُمَّ حُنَيْنٌ وَالطَّائِفُ» . قَوْلُهُ: بِئْرُ مَعُونَةَ بَعْدَ قُرَيْظَةَ فِيهِ نَظَرٌ، وَالصَّحِيحُ أَنَّهَا بَعْدَ أُحُدٍ، كَمَا سَيَأْتِي. قَالَ يَعْقُوبُ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرْنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، 103 سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ يَقُولُ: «غَزَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَ عَشْرَةَ غَزْوَةً» . وَسَمِعْتُهُ مَرَّةً أُخْرَى يَقُولُ أَرْبَعًا وَعِشْرِينَ. فَلَا أَدْرِي أَكَانَ ذَلِكَ وَهْمًا أَوْ شَيْئًا سَمِعَهُ بَعْدَ ذَلِكَ.