আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

فصل في انشقاق القمر في زمان النبي - صلى الله عليه وسلم -

পৃষ্ঠা - ২০১১


তেমনটি না দেখে থাকে, তবে এটি নিশ্চিত জাদু, সে ভোমাদেরকে জাদু করেছে ৷ বর্গনাকারী
বলেন, সফরকারীরা ফিরে এল ওরা বিভিন্ন স্থান থেকে চতৃর্দিক থেকে প্রত্যাবর্তন করল ৷
তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করার যায় তারা সকলে বলল, আমরা তো তা দেখেছি ৷ আবু
নুআয়ম আবদুল্লাহ ইবন মড়াসউদ (বা ) থেকে অনুরুপ বর্ণনা করেছেন ৷

ইমাম আহমদ (র) বলেন, মুআম্মাল আবদুল্লাহ ইবন মাসউদ (বা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ্ (না)-এর যুগে র্চাদ বিদীর্ণ হয়ে গিয়েছিল ৷ এমনকি চীদের দু’খণ্ডেব ফাক দিয়ে আমি
পাহাড় দেখতে পেয়েছিলাম ৷ ইবন জারীর (ব) আসবাত সুত্রে সাম্মাক থেকে অনুরুপ বর্ণনা
করেছেন ৷ হাফিয আবু নুআয়ম বলেন, আবু বকর তালাহীৰুআবদুল্লাহ্ ইবন মাসউদ (রা)
থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসুলুল্পাহ্ (সা )-এর সাথে মিনায় ছিলাম ৷ তখন র্চাদ বিদীর্ণ
হওয়া দু’খণ্ডে বিভক্ত হয়ে পড়ে ৷ একখণ্ড পাহাড়ের পেছনে ৷ রাসুলুল্লাহ্(সা) বললেন, তোমরা
দেখে নাও ! তোমরা সাক্ষী থেকো !

আবু নুআয়ম, বলেন, সুলায়মান ইবন আহমদ ইবন মাসউদ (রা ) থেকে বর্ণিত
তিনি বলেন, একদিন র্চড়াদ বিদীর্ণ করে গেল ৷ আমরা তখন মক্কায় অবস্থান করছিলাম ৷ আমি
নিজের চোখে দেখেছি যে, চাদের একটি অংশ মিনায় অবস্থিত পাহাড়ে গিয়ে পড়েছে ৷ আমরা
মক্কা থেকে তা দেখছিলাম ৷

আহমদ ইবন ইসহাক আবদুল্লাহ (বা) থেকে বর্ণিত তিনি বলেন মক্কায় র্চড়াদ বিদীর্ণ হয়ে
পড়ে, আমি দেখেছি যে, সেটি দুখণ্ডে বিভক্ত হয়ে যায় ৷ আলী ইবন সাঈদ আবদুল্লাহ
ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত , তিনি বলেন আল্লাহর কসম আমি চীদকে খণ্ডিত দেখেছি ৷
সেটি দুখণ্ডে দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল ৷ উভয় খণ্ডের মাঝ দিয়ে হেরা পাহাড় দেখা গিয়েছিল ৷ আবু
নুআয়ম বর্ণনা করেছেন সুদ্দী সাগীর সুত্রে ইবন আব্বাস (রা) থেকে, তিনি বলেন, র্চাদ দু’খণ্ডে
বিভক্ত হয়ে পড়েছিল ৷ একখণ্ড অদৃশ্য হয়ে যায় এবং একখণ্ড অবশিষ্ট থাকে ৷ ইবন মড়াসউদ
(বা) বলেন র্চাদের উভয় খণ্ডের মাঝ দিয়ে আমি হেরা পাহার দেখেছি ৷ একখণ্ড অদৃশ্য হয়ে
যায় ৷ এটা দেখে মক্কাবাসি অবাক হয়ে গিয়েছিল ৷ তারা বলেছিল, এটি একটি কৃত্রিম জাদু,
অবিলম্বে এটির অবসান হবে ৷ লায়ছ ইবন সৃলায়ম বর্ণনা করেছেন, মুজাহিদ থেকে তিনি
বলেছেন যে, রাসুলুল্লাহ্ (না)-এর যুগে র্চড়াদ বিদীর্ণ হয়ে গিয়েছিল ৷ ফলে এটি দু’খণ্ডে বিভক্ত
হয়ে পড়েছিল ৷ তখন রাসুলুল্লাহ্ (সা) আবু বকর (রা)-কে বললেন, হে আবু বকর ! দেখে নাও
এবং সাক্ষী থেকো৷ মুশরিকরা বলেছিল, চীদের উপর জাদু করা হয়েছে, যার ফলে এটি বিদীর্ণ
হয়ে গিয়েছে ৷
বস্তুত এগুলো হল চন্দ্র বিদীর্ণ ও খণ্ডিত হওয়া সম্পবিতি হাদীছ ৷ এগুলোর সনদ এত বেশী
ৎখক ও মযবুত যে, এগুলো দ্বারা অকাট্য ও সন্দেহাতীত জ্ঞান অর্জিত হয় ৷ এ সনদগুলােব
বর্ণনাকারীদের চরিত্র ও যোগ্যতা সম্পর্কে যারা গভীর পর্যবেক্ষণ করবেন তারা তা বুঝতে
পারবেন ৷
কতক কড়াহিনীকার বর্ণনা করে যে, র্চাদ আকাশ থেকে মাটিতে পড়ে যায় এবং রাসুলুল্লাহ্
(না)-এর আমার এক আস্তীনের মধ্যে ঢুকে পড়ে এবং অন্য আস্তীন দিয়ে তা বেরিয়ে পড়ে ৷ এ


السُّفَّارُ، فَإِنَّ مُحَمَّدًا لَا يَسْتَطِيعُ أَنْ يَسْحَرَ النَّاسَ كُلَّهُمْ. قَالَ: فَجَاءَ السُّفَّارُ فَقَالُوا ذَلِكَ» وَقَالَ الْبَيْهَقِيُّ: أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا مُغِيرَةُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «انْشَقَّ الْقَمَرُ بِمَكَّةَ حَتَّى صَارَ فِرْقَتَيْنِ، فَقَالَ كُفَّارُ قُرَيْشٍ لِأَهْلِ مَكَّةَ: هَذَا سِحْرٌ سَحَرَكُمْ بِهِ ابْنُ أَبِي كَبْشَةَ، انْظُرُوا السُّفَّارَ، فَإِنْ كَانُوا رَأَوْا مَا رَأَيْتُمْ فَقَدْ صَدَقَ، وَإِنْ كَانُوا لَمْ يَرَوْا مِثْلَ مَا رَأَيْتُمْ فَهُوَ سِحْرٌ سَحَرَكُمْ بِهِ. قَالَ: فَسُئِلَ السُّفَّارُ - قَالَ وَقَدِمُوا مِنْ كُلِّ وِجْهَةٍ - فَقَالُوا: رَأَيْنَا» . وَهَكَذَا رَوَاهُ ابْنُ جَرِيرٍ، مِنْ حَدِيثِ الْمُغِيرَةِ، وَزَادَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ} [القمر: 1] وَرَوَاهُ أَبُو نُعَيْمٍ، مِنْ حَدِيثِ جَرِيرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بِهِ. وَقَالَ الْإِمَامُ أَحْمَدُ: حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ - وَهُوَ ابْنُ مَسْعُودٍ - قَالَ: «انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ الْجَبَلَ بَيْنَ فُرْجَتَيِ الْقَمَرِ.» وَهَكَذَا رَوَاهُ ابْنُ