আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

ذكر نقض الصحيفة

পৃষ্ঠা - ১৯৫০


, ;



পলায়নরত লোকগুলাে যেন দলবদ্ধভাবে দু’টি ঢিলার মধ্যখানে আরোহণ করে ৷ তীরেব
আক্রমণ, ধনুক নিক্ষেপ এবং অগ্নিদাহন যেন তাদেরকে তড়াে করে ফেরে ৷

ট্রু ন্টুট্রু
কোন অনিষ্টকারী ব্যক্তি যদি মক্কায় সম্মানিত ও মর্যাদাবান হতে চায়তো তবে এটা
সকলেরই জানা উচিত যে, মক্কাভুমি আমরা প্রাচীনকাল থেকেই মর্যাদাবান ও সম্মানিত বংশ ৷

শ্শ্শ্শ্শ্শ্


আমরা মক্কায় লালি৩ পালিত হচ্ছি সেই কাল থেকে যখন সেখানে মানব বসতি ছিল
নিতান্ত কম ৷ এরপর আমরা অনবরত কল্যাণ অর্জনকারী ও প্রশংসা লাভকারী হয়ে জীবন যাপন
করে আসছি ৷

; :

আমরা লোকজনকে খাদ্য দান করতে থাকি যতক্ষণ না দানশীলতার সম্মান অন্যদের থেকে
খসে পড়ে একমাত্র আমাদের জন্যে হয়ে যায় ৷ আমরা তখনও দান করি যখন (দরিদ্র হয়ে
যাওয়ার আশংকায়) নামী-দামী দানশীলদের হাত র্কাপতে শুরু করে ৷


ওই মানবগােষ্ঠীকে আল্পাহ্ তা জানা পুরস্কার দান করুন যারা হুজুন এলাকায় একত্রিত
হয়েছিল একটি সুমহান লক্ষ্য নিয়ে ৷ আল্লাহ্ তাআলা তাদেরকে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পথ
নির্দেশ করুন ৷

শ্শ্শ্শ্শ্শ্


তারা আলোচনায় বলেছিলেন হাতম আল-হুজুন’ নামক স্থানে ৷ তারা যেন এক একজন
নেতা ৷ বন্তুত তারা সর্বাধিক সম্মানিত ও মর্যাদাবান ৷
ঠু,াছুা
ওই চুক্তিনামা ছিড়ে ফেলতে সহযোগিতা করেছিল প্রত্যেক ৰুদ্ধবাজ ভীরন্দাজ ব্যক্তি, যে
আত্মরক্ষার্থে এমন মযবুত লৌহবর্ম পরিধান করে যে, চলাফেলার সময় বর্ষের ভাবে যেন সে
নুয়ে যায় ৷
কঠিন সমস্যা এবং বিপদ উত্তরণে তাদের প্ৰতেকে পারদর্শী ও সাহসী ৷ মশালধারীর
দু হাতে একেক জন যেন দেদীপ্যমান অগ্নিমশা ল ৷


وَيُتْرَكَ حَرَّاثٌ يُقَلِّبُ أَمْرَهُ أَيُتْهِمُ فِيهَا عِنْدَ ذَاكَ. وَيُنْجِدُ ... وَتَصْعَدُ بَيْنَ الْأَخْشَبَيْنِ كَتِيبَةٌ لَهَا حُدُجٌ سَهْمٌ وَقَوْسٌ وَمِرْهَدُ ... فَمَنْ يَنْشَ مِنْ حُضَّارِ مَكَّةَ عِزُّهُ فَعِزَّتُنَا فِي بَطْنِ مَكَّةَ أَتْلَدُ ... نَشَأْنَا بِهَا وَالنَّاسُ فِيهَا قَلَائِلٌ فَلَمْ نَنْفَكِكْ نَزْدَادُ خَيْرًا وَنُحْمَدُ ... وَنُطْعِمُ حَتَّى يَتْرُكَ النَّاسُ فَضْلَهُمْ إِذَا جَعَلَتْ أَيْدِي الْمُفِيضِينَ تُرْعَدُ ... جَزَى اللَّهُ رَهْطًا بِالْحَجُونِ تَتَابَعُوا عَلَى مَلَأٍ يَهْدِي لِحَزْمٍ وَيُرْشِدُ ... قُعُودًا لَدَى خَطْمِ الْحَجُونِ كَأَنَّهُمْ مَقَاوِلَةٌ بَلْ هُمْ أَعَزُّ وَأَمْجَدُ