আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

فصل ما جاء في كتاب النبي - صلى الله عليه وسلم - إلى النجاشي

পৃষ্ঠা - ১৯১৫


প্রতি সহানুভুতিপুর্ণ আচরণ করার অনুরোধ সম্বলিত একটি চিঠি সহকারে আমর ইবন উমাইয়া
যামারীকে নাজাশীর নিকট প্রেরণ করেছিলেন ৷

৮ণ্৷ ৷

হু)
স্ফো
ৰুর্দু৷ ’, ষ্ ৷ব্লু

শ্ শ্ ঙ্গু;

এ ৷ শ্া ৷ ৷ ;£:;; ংাপুষ্ড়ু ণ্এ৷ ৷ ট্রুার্দু,ৰু, প্রুর্দুএেপু ১ছু(; ;১ত্র ৷শঃ ংর্ত্য চ্প্রুষ্টুষ্টুট্র ছু ব্লুব্লু ঠুাড়ু
— পুরু;পু;ট্রু ন্;ব্লু ৷ স্পো ণ্ ১াহ্র;;া
ৰু;ম্পা ৷ ৷ ৷

পরম দয়ালু, দয়মিয় আল্লাহর নামে ৷ আল্লাহর রাসুল মুহাম্মদ (সা ) এর পক্ষ থেকে
আবিসিনিয়ার রাজা আসহাম নাজাশীর প্ৰতি ৷ আপনার উপর শান্তি বর্ষিত হোক ৷ আপনার নিকট
আমি সর্ব ধিপনি পবিত্র, নিরাপত্তা বিধায়ক ও রক্ষক মহান আল্লাহর প্রশংসা পেশ করছি ৷ আমি
সাক্ষ্য দিচ্ছি যে, ঈস৷ (আ) আল্লাহর রুহ ও বাণী ৷ আল্লাহ তা আলা নিক্ষেপ করেছেন
সতী-সাধ্বী, পবিত্রাত্ম৷ মারয়ামের নিকট ৷ ফলে তিনি ঈস৷ (আ) কে গর্ভে ধারণ করেছেন ৷
মহান আল্লাহ হযরত ঈস৷ (আ) কে সৃষ্টি করেছেন তীর রুহ ও কু দ্বারা যেমন হযরত আদম
(আ) কে সৃষ্টি করেছেন৩ তার কুদরতী হাত ও কু দ্বারা ৷ আমি আপনাকে একক, লা শরীক
আল্লাহর প্ৰতি আহ্বান জ নাচ্ছি এবং তারই আনুগণ্ডে ৷ অবিচল থাকার দা ৷ওয়াত দিচ্ছি ৷ আমি
আরও দাওয়াত দিচ্ছি, আপনি যেন আমার অনুসরণ করেন এবং আমার প্ৰতি ঈমান আনয়ন
করেন ৷ কারণ, আমি আল্লাহ তাআলার রাসুল ৷ আমার চাচাত ডাই জাফর এবং তার সাথে
কতক মুসলমানকে আপনার নিকট প্রেরণ করলাম ৷ ওরা আপনার নিকট পৌছলে ওদের
আতিথ্য দেবেন ৷ ওদের প্রতি রুঢ় আচরণ করবেন না ৷ আমি আপনাকে এবং আপনার
বাহিনীকে মহামহিম আল্লাহর দিকে আহ্বান করছি ৷ আমি রিসালাতের বাণী পৌছিয়েছি এবং
উপদেশ দিয়েছি ৷ আপনারা আমার উপদেশ গ্রহণ করুন ৷ শাস্তি বর্নিত হোক তাদের উপর
যারা হিদায়াতের অনুসরণ করে ৷

রাসুলুল্লাহ (না)-এর প্রেরিত পত্রের উত্তরে নাজাশী নিঃম্নাক্ত চিঠি প্রেরণ করেন :


[فَصْلٌ مَا جَاءَ فِي كِتَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى النَّجَاشِيِّ] فَصْلٌ قَالَ الْبَيْهَقِيُّ فِي " الدَّلَائِلِ ": بَابُ مَا جَاءَ فِي كِتَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى النَّجَاشِيِّ. ثُمَّ رَوَى عَنِ الْحَاكِمِ عَنِ الْأَصَمِّ عَنْ أَحْمَدَ بْنِ عَبْدِ الْجَبَّارِ عَنْ يُونُسَ عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ: «هَذَا كِتَابٌ مِنَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى النَّجَاشِيِّ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، هَذَا كِتَابٌ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ إِلَى النَّجَاشِيِّ الْأَصْحَمِ عَظِيمِ الْحَبَشَةِ، سَلَامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، وَآمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَشَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلَا وَلَدًا، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَدْعُوكَ بِدَعَايَةِ اللَّهِ، فَإِنِّي أَنَا رَسُولُهُ، فَأَسْلِمْ تَسْلَمْ {قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} [آل عمران: 64] فَإِنْ أَبَيْتَ فَعَلَيْكَ إِثْمُ النَّصَارَى مِنْ قَوْمِكَ ".» هَكَذَا ذَكَرَهُ الْبَيْهَقِيُّ بَعْدَ قِصَّةِ هِجْرَةِ الْحَبَشَةِ. وَفِي ذِكْرِهِ هَاهُنَا نَظَرٌ ; فَإِنَّ الظَّاهِرَ أَنَّ هَذَا الْكِتَابَ إِنَّمَا هُوَ إِلَى النَّجَاشِيِّ الَّذِي كَانَ بَعْدَ الْمُسْلِمِ صَاحِبِ جَعْفَرٍ وَأَصْحَابِهِ، وَذَلِكَ حِينَ كَتَبَ إِلَى مُلُوكِ الْأَرْضِ، يَدْعُوهُمْ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ