আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

باب هجرة من هاجر من أصحاب رسول الله من مكة إلى أرض الحبشة

পৃষ্ঠা - ১৯১০


থাকি ৷ নামায শেষ করে তিনি চলে যান ৷ তিনি ফিরে গিয়ে ইবন আবু হুসা ৷ইনের গৃহে উঠতেন ৷
ইবন আবুল হুসাইনের গৃহ ছিল আদ দারুর রাকতায় ৷ সেটি পরবর্তীতে মুআবিয়ার
মালিকানা ধীনে আসে ৷

উমর (রা) বলেন, আমি তার পেছন পেছন যাত্রা করি ৷ হযরত আব্বাসের বাড়ী এবং ইবন
আযহারের বাড়ীর মধ্যবর্তীন্থানে আমি ত ব নাগাল পাই ৷ আমার পদধ্বনি শুনে তিনি আমাকে
চিহ্ন ফেললেন ৷ তিনি মনে করেছিলেন ত বুাক কষ্ট দেয়ার ওত তার ক্ষতি করার উদ্দেশ্যেই
বুঝি আমি তার নিকট উপস্থিত হয়েছি ৷ত তাই তিনি আমাকে সজোরে ধমক দিলেন ৷
তারপর বললেন, “ইবনুল খড়াত্তাব! এ সময়ে তুমি এখানে কেন ? আমি বললাম, ” আমি
এসেছি আল্লাহর প্রতি এবং৩ ৷ তার রাসুলের প্রতি ঈমান আনয়ন করার জন্যে এবং আল্লাহর পক্ষ
থেকে যা এসেছে তা সত্য বলে মেনে নেয়ার জন্যে ৷” আমার উত্তর শুনে তিনি আল্লাহর প্রশংসা
করলেন এবং বললেন :

“হে উমর মহান আল্লাহ তে তামাকে হিদায়াত দান করেছেন ৷’ তারপর তিনি আমার বুকে
হাত বুলিয়ে দিলেন এবং ঈমানে আমার দৃঢ়তার জন্যে দু অ করলেন ৷ এরপর আমি চলে
পেলাম ৷ তিনি ঘরে ঢুকে পড়লেন ৷ ইবন ইসহাক বলেন উমরের ইসলাম গ্রহণ উক্ত ঘটনা
দু’টির কো ৷নটির প্রেক্ষিতে হয়েছিল তা আল্লাহ তা’আলা ই জা নেন ৷

আমি বলি, উমর (রা) এর জীবনী গ্রন্থের প্রথম ভাগে আমি তার ইসলাম গ্রহণের ঘটনা
এবং এ সম্পর্কিত যত তবর্ণনা ও মন্তব্য রয়েছেত তার সবগুলো বিস্তারিত৩াবে উল্লেখ করেছি ৷
সকল প্রশংসা আল্লাহর ৷

ইবন ইসহাক বলেন, নাফি’ ইবন উমর (রা) সুত্রে বর্ণনা করেছেন ৷ তিনি বলেছেন যে,
হযরত উমর (রা) যখন ইসলামগ্রহণ করলেন, তখন তিনি বললেন, কুরায়শের মধ্যে সবচেয়ে
দ্রুত বার্তা প্রচার করতে পারে কে ? তাকে বলা হল যে জামীল ইবন মা’মা ৷র জুমাহী তা পারে ৷
পরের দিন সকালে উমর (রা)ত তার নিকট পেলেন ৷ আবদুল্লাহ ইবন উমর (রা) বলেন আমিও
তিনি কী করেন তা দেখার জন্যে তার পেছনে পেছনে পেলাম ৷ তখন আমি এ বয়সের বালক
যে, যা দেখি তা বুঝতে পারি ৷ উমর (রা) এলেন জামীলের নিকট ৷ তাকে বললেন, মি কি

জান হে জামীল! আমি ওে ৷ ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ (সা ) এর ধর্মে প্রবেশ করেছি ৷
ইবন উমর (রা) বলেন, আল্লাহর কসম, সে আর দেরী করেনি, কে ন উত্তরও দেয়নি এবং
চাদরটি টেনে নিয়ে ছুটে চলল ৷ আমি আর উমর (বা) তার পেছনে পেছনে ছুটলাম ৷
মাসজিদুল হারামের দরজায় গিয়ে সে দীড়ায় এবং উট্চ্চস্ব৪রে চীৎকার করে বলে, হে কুরায়শ
সম্প্রদায় ! ওরা তখন কাবাগৃহের আশে-পাশে তাদের আসবে উপস্থিত ছিল ৷ তোমরা শুনে
নাও, খাত্তাবের পুত্র ধর্মত্যাগী হয়েছে ৷ তখন তার পেছন থেকে উমর (রা) বলে উঠলেন,
সে মিথ্যা বলেছে, আমি বরং ইসলাম গ্রহণ করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে, আল্লাহ ব্যতীত
কোন ইলাহ্ নেই এবং মুহাম্মদ (সা) আল্লাহর রাসুল ৷ একথা শুনে তারা সবাই হযরত উমর
(রা)-এর উপর বাপিয়ে পড়ে ৷ তিনি একা ওদের সকলের বিরুদ্ধে লড়তে লাগলেন ৷ ওরা সবাই
একযোগে তার বিরুদ্ধে লড়তে লাগল ৷ এভাবে যুদ্ধ চলতে চলতে সুর্য এসে পড়ল তাদের


أَنْفُسِهِمْ حِينَ أَسْلَمَ عُمَرُ مَعَ إِسْلَامِ حَمْزَةَ وَعَرَفُوا أَنَّهُمَا سَيَمْنَعَانِ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَيَنْتَصِفُونَ بِهِمَا مِنْ عَدُوِّهِمْ قَالَ ابْنُ إِسْحَاقَ: فَهَذَا حَدِيثُ الرُّوَاةِ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، عَنْ إِسْلَامِ عُمَرَ حِينَ أَسْلَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ. قَالَ ابْنُ إِسْحَاقَ: وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ الْمَكِّيُّ عَنْ أَصْحَابِهِ عَطَاءٍ وَمُجَاهِدٍ وَعَمَّنْ رَوَى ذَلِكَ، أَنَّ إِسْلَامَ عُمَرَ فِيمَا تَحَدَّثُوا بِهِ عَنْهُ، أَنَّهُ كَانَ يَقُولُ: كُنْتُ لِلْإِسْلَامِ مُبَاعِدًا، وَكُنْتُ صَاحِبَ خَمْرٍ فِي الْجَاهِلِيَّةِ أُحِبُّهَا وَأَشْرَبُهَا، وَكَانَ لَنَا مَجْلِسٌ يَجْتَمِعُ فِيهِ رِجَالٌ مِنْ قُرَيْشٍ بِالْحَزْوَرَةِ، فَخَرَجْتُ لَيْلَةً أُرِيدُ جُلَسَائِي أُولَئِكَ، فَلَمْ أَجِدْ فِيهِ مِنْهُمْ أَحَدًا. فَقُلْتُ: لَوْ أَنِّي جِئْتُ فُلَانًا الْخَمَّارَ، لَعَلِّي أَجِدُ عِنْدَهُ خَمْرًا فَأَشْرَبَ مِنْهَا، فَخَرَجْتُ فَجِئْتُهُ فَلَمْ أَجِدْهُ، قَالَ: فَقُلْتُ: لَوْ أَنِّي جِئْتُ الْكَعْبَةَ فَطُفْتُ سَبْعًا أَوْ سَبْعَيْنِ. قَالَ: فَجِئْتُ الْمَسْجِدَ، فَإِذَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَائِمٌ يُصَلِّي وَكَانَ إِذَا صَلَّى اسْتَقْبَلَ الشَّامَ، وَجَعَلَ الْكَعْبَةَ بَيْنَهُ وَبَيْنَ الشَّامِ، وَكَانَ مُصَلَّاهُ بَيْنَ الرُّكْنَيْنِ الْأَسْوَدِ وَالْيَمَانِيِّ. قَالَ: فَقُلْتُ حِينَ رَأَيْتُهُ: وَاللَّهِ لَوْ أَنِّي اسْتَمَعْتُ لِمُحَمَّدٍ اللَّيْلَةَ حَتَّى أَسْمَعَ مَا يَقُولُ. فَقُلْتُ: لَئِنْ دَنَوْتُ مِنْهُ أَسْتَمِعُ مِنْهُ لَأُرَوِّعَنَّهُ. فَجِئْتُ مِنْ قِبَلِ الْحِجْرِ، فَدَخَلْتُ تَحْتَ ثِيَابِهَا فَجَعَلْتُ أَمْشِي رُوَيْدًا، وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَائِمٌ يُصَلِّي يَقْرَأُ الْقُرْآنَ، حَتَّى قُمْتُ فِي قِبْلَتِهِ مُسْتَقْبِلَهُ مَا بَيْنِي وَبَيْنَهُ إِلَّا ثِيَابُ الْكَعْبَةِ. قَالَ: فَلَمَّا سَمِعْتُ الْقُرْآنَ رَقَّ لَهُ قَلْبِي، وَبَكَيْتُ، وَدَخَلَنِي الْإِسْلَامُ،