আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

باب هجرة من هاجر من أصحاب رسول الله من مكة إلى أرض الحبشة

পৃষ্ঠা - ১৮৮৪


বায়হাকী (র) বলেন, এটি একটি বিশুদ্ধ সনদ ৷ বাহ্যত মনে হয় যে আবিসিনিয়ায়
হিজরতের অব্যাহিত পুর্বে হযরত আবু মুসা (রা) মক্কাভ্রুত ই অবস্থান করছিলেন এবং সেখান
থেকে তিনি জা ফর ইবন আবৃত তালিবের সাথে আবিসিনিয়ায় উদ্দেশ্যে বা তা ত্রকরেন ৷ তবে বিশুদ্ধ
সনদে ইয়াযীদ ইবন আবদুল্লাহ আবু মুসা (রা) সুত্রে বর্ণনা করেন যে তারা ইয়ামানে
অবস্থান কালে সং বাদ পান যে, রাসুলুল্লাহ্ (সা) হিজরত করেছেন ৷ ফলে তারা পঞ্চাশাধিক
লোক একটি নৌকা ৷য় করে হিজরতের উদ্দেশ্যে বের হন ৷

নৌকা তাদেরকে আবিসিনিয়ায় রাজা নাজাশীর দরবারে নিয়ে ( শীছায় সেখানে জা ফর

ইবন আবৃত তালিব ও তার সাথীদের সাথে তাদের সাক্ষাত হয় ৷ জ ফর ইবন আবুত তালিব

তাদেরকে সেখানেই অবস্থান করতে বলেন ৷ ফলে, তারা সেখানে থেকে যান ৷ অবশেষে
খায়বারের যুদ্ধের সময় তারা সকলে রাসুলুল্লাহ্ (না)-এর নিকট এসে ৷;পাছেন ৷

এরপর বায়হাকী বলেন, জা ফর ইবন আবৃত তালিব এবং নাজাশীর মধ্যে আলাপচারিতার
সময় আবু মুসা (রা) উপস্থিত ছিলেন এবং পরে তিনি তা বর্ণনা করেছেন৷ তবে যে বর্ণনায়
আবু মুসার এ বক্তব্য এসেছে, “রাসুলুল্লাহ্ (সা) আমাদেরকে নির্দেশ দিলেন জাফরের সাথে
আবিসিনিয়ায় যেতে ৷ ” সে বর্ণনায় সম্ভবত বর্ণনা ৷কা ৷রীর ভুল হয়েছে ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷

ইমাম বুখারী (র) “আবিসিনিয়ায় হিজরত” অধ্যায়ে অনুরুপ উদ্ধৃত করেছেন ৷ তিনি
বলেছেন, মুহাম্মাদ ইবন আলা আবু মুসা থেকে বর্ণনা করেন ৷ তিনি বলেছেন, রাসুলুল্লাহ্
(সা) হিজরণ্ডে তর উদ্দেশ্যে বের হয়েছেন আমরা এ স বাদ অবগত হলাম ৷ আমরা তখন
ইয়ামানে ৷ এরপর হিজরতের উদ্দেশ্যে আমরা একটি নৌকায় আরোহণ করি ৷ নৌকা
আমাদেরকে আবিসিনিয়ায় নাজাশীর নিকট নিয়ে পৌছায় ৷ সেখানে জা ফর ইবন আবৃত তালিব
(রা)-এর সাথে আমাদের সাক্ষাৎ হয় ৷ আমরা তার সাথে সেখানেই অবস্থান করতে থাকি ৷
অবশেষে আমরা ফিরে অ সি এবং খায়বার বিজয়কালে রাসুলুল্লাহ্ (সা) এর সাথে আমাদের
দেখা হয় ৷ আমাদের উদ্দেশ্যে রাসুলুল্লাহ্ (সা) বললেন, হে নৌকার আরোহিগণ তামর৷ দুটো
হিজরহ্বত র মুহাজির’ ৷

ইমাম মুসলিম (র) আবু কুরায়ব এবং আবু আমির আবদুল্লাহ ইবন বুরাদ সুত্রে আবু উসামা
থেকে নঅনুরুপ বর্ণনা করেছেন ৷৩ তারা দু’ জনে অন্যত্র এ বিষয়ে আরও দীর্ঘ বর্ণনা দিয়েছেন ৷

জাশীর সাথে হযরত জা’ ফর ইবন আবৃত তালিবের কথোপকথনের ঘটনাটি হাফিয ইবন
আসাকির তার ইতিহাস গ্রন্থে “জা ৷ফর ইবন আবৃত তালিবের প্রসঙ্গ” অধ্যায়ে জা ফর (রা) এর
নিজের জবানীতে উতদ্ধৃ করেছেন ৷ আবার তিনি আমর ইবন আগের বর্ণনাও উদ্ধৃত করেছেন ৷
তিনি এ প্রসঙ্গে ইতোপুর্বে উল্লিখিত ইবন মাসউদ (রা) এর বর্ণনাটিও উদ্ধৃত করেছেন ৷ হযরত
উম্মু সা ৷লাম৷ (রা) এর একটি বর্ণনা তিনি এসেছেন যা একটু পরেই আমরা উল্লেখ করব ৷ বন্তুত
জাফর ইবন আবুত তালিবের নিজের বর্ণনাটি বিশুদ্ধতর ৷ ইবন আসাকির সেটি উল্লেখ করেছেন
এভাবেং : আবুল কাসিম আবদুল্পাহ্ ইবন জা ফর তার পিত ৷ সুত্রে বর্ণনা করেছেন যে,
তিনি বলেছেন, আবু সুফিয়ড়ানের পক্ষ থেকে সংগৃহীত মুল্যবান উপহারসাযগ্রী নিয়ে কুরায়শের
লোকেরা আমর ইবন আস ও আম্মার৷ ইবন ওয়ালীদকে নাজাশীর নিকট প্রেরণ করে ৷ আমরা


يَزِيدُونَ عَلَى الَّذِي نَقُولُ فِيهِ مَا يَسْوَى هَذَا، مَرْحَبًا بِكُمْ وَبِمَنْ جِئْتُمْ مِنْ عِنْدِهِ، أَشْهَدُ أَنَّهُ رَسُولُ اللَّهِ، وَأَنَّهُ الَّذِي نَجِدُ فِي الْإِنْجِيلِ، وَأَنَّهُ الرَّسُولُ الَّذِي بَشَّرَ بِهِ عِيسَى ابْنُ مَرْيَمَ، انْزِلُوا حَيْثُ شِئْتُمْ، وَاللَّهِ لَوْلَا مَا أَنَا فِيهِ مِنَ الْمُلْكِ لَأَتَيْتُهُ حَتَّى أَكُونَ أَنَا أَحْمِلُ نَعْلَيْهِ، وَأَمَرَ بِهَدِيَّةِ الْآخَرَيْنِ فَرُدَّتْ إِلَيْهِمَا، ثُمَّ تَعَجَّلَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَتَّى أَدْرَكَ بَدْرًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - اسْتَغْفَرَ لَهُ حِينَ بَلَغَهُ مَوْتُهُ.» وَهَذَا إِسْنَادٌ جَيِّدٌ قَوِيٌّ، وَسِيَاقٌ حَسَنٌ. وَفِيهِ مَا يَقْتَضِي أَنَّ أَبَا مُوسَى كَانَ مِمَّنْ هَاجَرَ مِنْ مَكَّةَ إِلَى أَرْضِ الْحَبَشَةِ، إِنْ لَمْ يَكُنْ ذِكْرُهُ مُدْرَجًا مِنْ بَعْضِ الرُّوَاةِ. وَاللَّهُ أَعْلَمُ. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ مِنْ وَجْهٍ آخَرَ ; فَقَالَ الْحَافِظُ أَبُو نُعَيْمٍ فِي " الدَّلَائِلِ ": حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا الْغَلَابِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ (ح) وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلَّوَيْهِ الْقَطَّانُ حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى الْخُتَّلِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ (ح) وَحَدَّثَنَا أَبُو أَحْمَدَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ شِيرَوَيْهِ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ هُوَ ابْنُ رَاهْوَيْهِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ نَنْطَلِقَ مَعَ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ إِلَى أَرْضِ النَّجَاشِيِّ فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا، فَبَعَثُوا عَمْرَو بْنَ الْعَاصِ