আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

باب هجرة من هاجر من أصحاب رسول الله من مكة إلى أرض الحبشة

পৃষ্ঠা - ১৮৭৭


মুসা ইবন উকব৷ এও মনে করেন যে জা ফর ইবন আবৃত তালিব আ ৷বিসিনিয়ায় গিয়েছিলেন
সেখানে দ্বিতীয় দলের হিজরতকালে ৷ আর দ্বিতীয় হিজরতের ঘটনা ঘটেছিল প্রথম
হিজরতকারীদের কতক মক্কা ফিরে আসার পর ৷ আবিসিনিয়ায় অবস্থানকালে তাদের নিকট
সংবাদ পৌছেছিল যে মক্কার মুশবিকগণ ইসলাম গ্রহণ করেছে এবং তারা রীতিমত নামায
আদায় করছে ৷ এ সংবাদ শুনে তাদের কতক মক্কায় ফিরে আসেন ৷ যারা ফিরে এসেছিলেন,
তাদের মধ্যে উছমান ইবন মাযউনও ছিলেন ৷ এখানে এসে তারা দেখতে পেলেন যে,
মুন্ণবিকদের ইসলাম গ্রহণের সং বাদ সঠিক নয় ৷ ফলে তারা পুনরায় আবিসিনিয়ায় চলে যান ৷
অবশ্য তাদের কতক মক্কায় থেকে যান ৷ দ্বিতীয় পর্যায়ে নতুন করে আরো কিছু মুসলমান
আবিসিনিয়ায় হিজরত করেন ৷ এটিই আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত ৷ এর বিস্তারিত বিবরণ পরে
আলোচিত হবে ৷ মুসা ইবন উকবা বলেন, জা ফর ইবন আবুত৷ তালিব আবিসিনিয়ায় গমন করেন
দ্বিতীয় দলের সাথে ৷ আর ইবন ইসহড়াক বলেন,৩ তিনি আবিসিনিয়ায় গিয়েছেন তথায় প্রথম
হিজরতকালে ৷ ইবন ইসহাকের বক্তব্যটিই অধিকতর সঠিক ৷ এ বিষয়ে আলোচনা পরে
আসছে ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷ তবে কথা হল, তিনি প্রথম হিজরতকারীদের দ্বিতীয় দলে
ছিলেন ৷ হিজরতকা রীদেরকে তিনিই সম্রাট৷ নাজ্জ ৷শীর নিকট উপস্থিত করেছিলেন এবং তাদের
পক্ষ থেকে সম্র৷ ৷ট ও অন্যদের সাথে কথা বলেছিলেন ৷ একটু পরেই আমরা এ বিষয়ে বিস্তারিত
আলোচনা করব ৷

জাফর ইবন আবৃত তালিবের সাথী হয়ে যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন ইবন
ইসহড়াক তাদের নাম উল্লেখ করেছেন ৷৩ তারা হলেন আমর ইবন সাঈদ ইবন আস, তার শ্রী
ফাতিম৷ বিনত সাফওয়ান ইবন উম৷ ইয়৷ ইবন মুহবিছ ইবন শাক্ আল-কিনড়ানী, আমরের ভাই
থালিদ, খালিদের শ্রী উমাইয়া, বিনত খাল্ফ ইবন আসআদ আল খুযাঈ , সেখানে তাদের পুত্র
সন্তান সাঈদের জন্ম হয়, তার মাত৷ যাকে পরবর্তীতে যুবায়র (বা) বিয়ে করেন তার ঔরসে
উমর ও খালিদের জন্ম হয়, আবদুল্লাহ ইবন জাহশ ইবন রিছাব, তার ভাই উবায়দৃল্লাহ্, তার
সাথে তার শ্রী উম্মু হাবীবাহ্ বিনত আবী সুফিয়ান, বনু আসাদ ইবন থুয়ায় গোত্রের কায়স ইবন
আবদুল্লাহ্ তার শ্রী আবু সুফিয়ানের আযাদকৃত ক্রীত দাস ইয়াসারের কন্যা বারকাহ বিনত
ইয়াসার , মুআয়কীব ইবন আবু ফা ৷তিম৷ ইনি ছিলেন সাঈদ ইবন আসের আযাদকৃত ক্রী৩দাস ,
ইবন হিশাম বলেন, মুআয়কীব ছিলেন দাওস গোত্রের লোক ৷

আবু মুসা ৷আশআরী আবদুল্লাহ্ ইবন কায়স তিনি উতবা ইবন রাবীআর’ পরিবারের মিত্র
ছিলেন এ বিষয়ে আমরা পরে আলোচনা করব, উত বা ইবন গাযওয়ড়ান, ইয়াযীদ ইবন ঘুম আ
ইবন আসওয়াদ , আমর ইবন উম৷ ইয়৷ ইবন হারিছ ইবন আসাদ, তুলায়ব ইবন উমায়ব ইবন
ওয়াহ্ব ইবন আবু কাহীর ইবন আবদ, সুওয়াইবিত ইবন হুরায়মাল৷ সাআদ ইবন জুহম ইবন
কায়স আল আবদাবী, তার সাথে ছিলেন তার শ্ৰী উম্মু হারমালাহ্ বিনত আবদুল আসওয়াদ ইবন



১ দুই মুলকপি এবং সীরাতে ইবন হিশাম প্ররুই মুহাজিরদের সংখ্যা এবং তাদের সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য
রয়েছে ৷ এই গ্রন্থের সংকলক যেহেতু ইবন ইসহাকের উদ্ধৃতি দিয়েছেন, সেহেতু ইবন হিশামসহ যে কোন
একটি মুল কপির সাথে যে তথ্যের মিল রয়েছে সেটিকে আমরা নির্ভরযোগ্যরুপে চিহ্নিত করেছি ৷


الْمُسْلِمِينَ عُثْمَانُ بْنُ عَفَّانَ وَزَوْجَتُهُ رُقَيَّةُ بِنْتُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -. وَكَذَا رَوَى الْبَيْهَقِيُّ مِنْ حَدِيثِ يَعْقُوبَ بْنِ سُفْيَانَ عَنْ عَبَّاسٍ الْعَنْبَرِيِّ عَنْ بَشَّارِ بْنِ مُوسَى عَنِ الْحَسَنِ بْنِ زِيَادٍ الْبُرْجُمِيِّ حَدَّثَنَا قَتَادَةُ قَالَ: إِنَّ أَوَّلَ مَنْ هَاجَرَ إِلَى اللَّهِ تَعَالَى بِأَهْلِهِ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا حَمْزَةَ يَعْنِي أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ «خَرَجَ عُثْمَانُ بْنُ عَفَّانَ وَمَعَهُ امْرَأَتُهُ رُقَيَّةُ بِنْتُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى أَرْضِ الْحَبَشَةِ، فَأَبْطَأَ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَبَرُهُمَا، فَقَدِمَتِ امْرَأَةٌ مَنْ قُرَيْشٍ، فَقَالَتْ: يَا مُحَمَّدُ، قَدْ رَأَيْتُ خَتْنَكَ وَمَعَهُ امْرَأَتُهُ. قَالَ: " عَلَى أَيِّ حَالٍ رَأَيْتِهِمَا؟ ". قَالَتْ: رَأَيْتُهُ قَدْ حَمَلَ امْرَأَتَهُ عَلَى حِمَارٍ مِنْ هَذَا الدِّبَابَةِ، وَهُوَ يَسُوقُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " صَحِبَهُمَا اللَّهُ، إِنَّ عُثْمَانَ أَوَّلُ مَنْ هَاجَرَ بِأَهْلِهِ بَعْدَ لُوطٍ عَلَيْهِ السَّلَامُ ".» قَالَ ابْنُ إِسْحَاقَ: وَأَبُو حُذَيْفَةَ بْنُ عُتْبَةَ وَزَوْجَتُهُ سَهْلَةُ بِنْتُ سُهَيْلِ بْنِ عَمْرٍو وَوَلَدَتْ لَهُ بِالْحَبَشَةِ مُحَمَّدَ بْنَ أَبِي حُذَيْفَةَ وَالزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الْأَسَدِ وَامْرَأَتُهُ أُمُّ سَلَمَةَ بِنْتُ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ وَوَلَدَتْ لَهُ بِهَا زَيْنَبَ وَعُثْمَانُ بْنُ مَظْعُونٍ وَعَامِرُ بْنُ رَبِيعَةَ، حَلِيفُ آلِ الْخَطَّابِ، وَهُوَ مِنْ بَنِي عَنْزِ بْنِ وَائِلٍ وَامْرَأَتُهُ لَيْلَى بِنْتُ أَبِي حَثْمَةَ، وَأَبُو سَبْرَةَ بْنُ أَبِي رُهْمٍ الْعَامِرِيُّ وَامْرَأَتُهُ أُمُّ كُلْثُومِ،