আল বিদায়া ওয়া আন্নিহায়া

كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم

باب هجرة من هاجر من أصحاب رسول الله من مكة إلى أرض الحبشة

পৃষ্ঠা - ১৮৭৬


লক্ষে রাসুলুল্লাহ্ (সা) এর সাহাবীগণের একটি দল আবিসিনিয়ায় হিজরত করলেন ৷ এটি হল
ইসলাম গ্রহণের পর মুসলমানদের প্রথম হিজরত ৷ সর্বপ্রথম র্ষারা বের হলেন, তারা হলেন
উছমান ইবন আফ্ফান (বা) , তার শ্রী ও রড়াসুলুল্লাহ্ (না)-এর কন্যা রুকাইয়া (রা) ৷

বায়হাকী (র) ইয়াকুব ইবন সুফিয়ান কাতাদা (র) সুত্রে বর্ণনা করেছেন ৷ তিনি
বলেছেন, সর্বপ্রথম সপরিবারে যিনি হিজরত করলেন তিনি হলেন উছমান ইবন আফ্ফান (বা) ৷
আমি নাযর ইবন আনাসকে বলতে শুনেছি, তিনি বলছিলেন যে , আমি আবু হামযা অর্থাৎ আনাস
ইবন মালিক (রা)-কে বলতে শুনেছি, তিনি বলছিলেন, উছমান ইবন আফ্ফান (রা)
আবিসিনিয়ায় হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন ৷ তার সাথে ছিলেন তার শ্ৰী নবী
দুহিতা রুকাইয়া (বা) ৷ দীর্ঘদিন পর্যন্ত রাসুলুল্লাহ্ (না) তাদের কোন ঘেড়াজখবর পাচ্ছিলেন না ৷
এরপর এক কুরায়শী মহিলা তার নিকট উপস্থিত হয়ে বলে, হে মুহাম্মদ ৷ (না) আমি তো
আপনার জামাতাকে দেখে এসেছি ৷ তার সাথে তার শ্ৰীও আছেন ৷ ওদের কী অবস্থায় দেখে
এসেছ ? রাসুলুল্লাহ্ (সা) জিজ্ঞেস করলেন ৷ সে বলল, আমি দেখেছি যে, ত্রীকে একটি গাধার
পিঠে তুলে দিয়ে তিনি পাধাটিকে ইাকিয়ে নিয়ে যাচ্ছেন ৷ রাসুলুল্লাহ্ (না) বললেন, খ্যাঃ
ট্রুর্দু৷ ৷ — আল্লাহ্ তাআলা তাদের সঙ্গে থাকুন ৷ লুতের (আ) পর উছমানই সর্বপ্রথম সপরিবারে
হিজরত করেন ৷

ইবন ইসহাক বলেন, হিজরতকারীদের মধ্যে ছিলেন আবু হুযায়ফা ইবন উতবা তার শ্রী
সাহ্লা বিনত সুহায়ল ইবন আমর, সেখানে তাদের একটি পুত্র সন্তান ভুমিষ্ঠ হয়, তার নাম
মুহাম্মাদ ইবন আবু হুযায়ফা, যুবায়র ইবন আওআম, মুসআব ইবন উমায়র , আবদুর রহমান
ইবন আওফ, আবু সালামা ইবন আবদুল আসাদ, তার শ্রী উন্মু সালামা বিনত আবু উমাইয়া
ইবন মুগীরা ৷ সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, তার নাম যায়নাব, উছমান ইবন
মাযউন, আমির ইবন রাবীআ, ইনি খাত্তাব পরিবারের মিত্র ছিলেন ৷ তার গোত্র হল বনু আনায
ইবন ওয়াইল গোত্র, তীর শ্ৰী লায়লা বিনত আবু হাছামাহ্ ৷ আবু সাবুরা ইবন আবু রুহাম
আমিরী, তার শ্ৰী উম্মু কুলছুম বিনত সুহায়ল ইবন আমর, মতান্তরে আবু হাতির ইবন আমর
ইবন আবৃদ শামস ইবন আবদুদ ইবন নাসর ইবন মালিক ইবন হাসল ইবন আমির ৷ কথিত
আছে যে, তিনি সবার আগে ওখানে পৌছেছিলেন এবং সুহায়ল ইবন বায়যা ৷ আমার নিকট
বর্ণনা পৌছেছে যে, উল্লিখিত ১০ জন পুরুষ সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেন ৷ কেউ কেউ
বলেছেন যে, উছমান ইবন মাযউন তাদের নেতৃত্বে ছিলেন ৷

ইবন ইসহাক বলেন, এরপর যাত্রা করেন জা’ফর ইবন আবু তালিব (বা) ৷ তার সাথে
ছিলেন তার শ্ৰী আসমা বিনৃত উমায়স ৷ সেখানে র্তাদের পুত্র সন্তান আবদুল্লাহ ইবন জাফরের
জন্ম হয় ৷ এরপর একের পর এক মুসলমানগণ সেখানে হিজরত করতে থাকেন ৷ ফলে
আবিসিনিয়ায় মুসলমানদের একটি বিরাট দল একত্রিত হয় ৷

মুসা ইবন উক্বা মনে করেন যে, আবু তালিব ও তার মিত্র গোত্রগুলো যখন রাসুলুল্লাহ্
(না)-এর সাথে পিরিসঙ্কটে অম্ভরীণ ছিলেন, তখন মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের ঘটনা
ঘটে ৷ অবশ্য এ মন্তব্য সন্দেহাভীত নয় ৷ আল্লাহ্ই ভাল জানেন ৷


وَعُثْمَانُ بْنُ مَظْعُونٍ وَعَامِرُ بْنُ رَبِيعَةَ الْعَنْزِيُّ وَامْرَأَتُهُ لَيْلَى بِنْتُ أَبِي حَثْمَةَ، وَأَبُو سَبْرَةَ بْنُ أَبِي رُهْمٍ. وَيُقَالُ: حَاطِبُ بْنُ عَمْرٍو وَسُهَيْلُ بْنُ بَيْضَاءَ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ. قَالَ ابْنُ جَرِيرٍ: وَقَالَ آخَرُونَ: بَلْ كَانُوا اثْنَيْنِ وَثَمَانِينَ رَجُلًا، سِوَى نِسَائِهِمْ وَأَبْنَائِهِمْ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ. فَشَكَّ، فَإِنْ كَانَ فِيهِمْ كَانُوا ثَلَاثَةً وَثَمَانِينَ رَجُلًا. وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ: فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَا يُصِيبُ أَصْحَابَهُ مِنَ الْبَلَاءِ، وَمَا هُوَ فِيهِ مِنَ الْعَافِيَةِ بِمَكَانِهِ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَمِنْ عَمِّهِ أَبِي طَالِبٍ وَأَنَّهُ لَا يَقْدِرُ عَلَى أَنْ يَمْنَعَهُمْ مِمَّا هُمْ فِيهِ مِنَ الْبَلَاءِ، قَالَ لَهُمْ: «لَوْ خَرَجْتُمْ إِلَى أَرْضِ الْحَبَشَةِ ; فَإِنَّ بِهَا مَلِكًا لَا يُظْلَمُ عِنْدَهُ أَحَدٌ، وَهِيَ أَرْضُ صِدْقٍ، حَتَّى يَجْعَلَ اللَّهُ لَكُمْ فَرَجَا مِمَّا أَنْتُمْ فِيهِ.» فَخَرَجَ عِنْدَ ذَلِكَ الْمُسْلِمُونَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى أَرْضِ الْحَبَشَةِ ; مَخَافَةَ الْفِتْنَةِ، وَفِرَارًا إِلَى اللَّهِ بِدِينِهِمْ، فَكَانَتْ أَوَّلَ هِجْرَةٍ كَانَتْ فِي الْإِسْلَامِ فَكَانَ أَوَّلَ مَنْ خَرَجَ مِنَ