আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة ثمان وتسعين ومائة

خلافة عبد الله المأمون بن هارون الرشيد

পৃষ্ঠা - ৮৩৯৯


০০ ৷৪া৷ ৷$

৪ ১৬ আল-বিদায়৷ ওয়ান নিহায়া

ও মৃত্যুর আলোচনা বিষয়ক গান ব্যতীত অন্য কোন গন উচ্চারিত হচ্ছিল না ৷ এ অবস্থায় আমীন
অন্য গানের আদেশ দিচ্ছিলেন এবং বীদী এবইি ধরনের গান গেয়ে চলছিল ৷ সর্বশেষ যে পান যে
পাইল তা ছিল-

এ্যা৷ ষ্১
৷ এে ১৷ ৷

“গােন ! সার্বিক স্পন্দন দো ল ও ন্থিরতার মালিকের কসম ! মৃত্যুর রয়েছে বহু বহু দড়ি
(ফিতা) ৷ রাত ও দিনের বিবর্ত্য৷ এবং আকাশের নক্ষত্র পঞ্জীর মহাকাশে পরিভ্রমণ শুধুই বাদশার
ক্ষমতা প্রতিপত্তি স্থান ম্ভবেব উদ্দেশ্যেই, যার রাজতৃ তামামী হয়ে অন্য রাজার প্রতি ধাবিত

হয়েছে ৷ অ ৷রশ অধিপতির রাজতৃই শুধু চিরন্তন স্থির, বা কখনো বিলুপ্ত হবে না, যাতে নেই কোন
অংশীদ৷ রিতৃ৷ ”

বর্ণনাক৷ রী বলেন, গান শুনে আসীন বাদীকে পালি দিলেন এবং তার সামনে হতে উঠিয়ে
দিলেন ৷ এ সময় বাদী আমীনের একটি (সুটীকের) পেয়ালায় আছাড় খেয়ে সেটি ভেৎগে ফেললে
আমীন এতে কুলক্ষণ দেখতে পেলেন ৷ বীদী চলে গেলে আসীন এক চিৎকারকারীকে ধ্বনি দিতে
শুনল ব্লু, ৷ ৰু এ ৰু <এে ৷ ঠুষ্ ১৷ ৷ র্সে;;ও (তোমরা দু’জন যে বিষয়ের সিদ্ধান্ত (সমাধান)
প্রার্থনা করছ তার শেষ ফায়সালা দিয়ে দেয়াহল-) তখন আমীর তার পাশে উপবিষ্ট বন্ধুকে বলল,
দুর্ভাপা ! শুনতে পাচ্ছ না ? তখন সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেও কিছু শুনতে পেল না ৷
পুনরায় ধ্বনিটির পুনরাবৃত্তি শোনা গেল ৷ এর এক বা দুই রাত পরেই ৪ঠ৷ সফর রবিবার আমীন
নিহত হলেন ৷ অবরুদ্ধ অবস্থায় আমীনের জীবন এতই কঠিন ও স ৎকটপুর্ণ হয়ে গিয়েছিল যে,
জীবন রক্ষার জন্য তার ন্যুনতম খাদ্য ও পানীয়ের ব্যবস্থাও ছিল না ৷ এমনকি এক রাতে তার
ক্ষুধার্ত হওয়ার পরেও অনেক সাধ্য সাধনার পর তার জন্য রুটি ও মুরগীর ব্যবস্থা করা সম্ভব
হয়েছিল ৷ কিন্তু পরে পানি সন্ধান করা হলে তা পাওয়া গেল না ৷ সুতরাং তাকে পিপাসার্ত

অবস্থায়ই রাত কাটাতে হল এবং সকালে পানি পান করার সুযোগ পাওয়ার পুর্বেই তাকে হত্যা
করা হল ৷

আমীনের নিহত হওয়ার বিবরণ

অবস্থা সংগিন হয়ে পড়লে অবশিষ্ট আমীর পরিচারক ও সৈন্যরা তার কাছে সমবেত হয়ে এ
সংকট উত্তরণের ব্যাপারে পরামর্শ করল ৷ একদল বলল, যারা এখনও আপনার সংগে আছে
আপনি তাদের নিয়ে আল জাযীরা অথবা শামে চলে যাবেন এবং সম্পদ সংগ্রহ করে শক্তি সঞ্চয়
করবেন এবং জনতার সহায়তা গ্রহণ করবেন ৷ অন্যরা বলল, আপনি তাহিরের কাছে আশ্রয় নিয়ে
নিরাপত্তা নিশ্চিত করবেন এবং ভাইয়ের বায়আত আনুগত্য গ্রহণ করবেন ৷ এরুপ করলে নিশ্চয়
আপনার তাই আপনার জন্য এবং আপনার পরিবারশ্পরিজনের জন্য প্রয়োজন মিটানে৷ পরিমাণ


اقْتَرَضَهَا مِنْ بَعْضِ النَّاسِ، فَطَابَتِ الْخَوَاطِرُ، وَاتَّسَقَ الْحَالُ وَصَلَحَ أَمْرُ بَغْدَادَ. وَكَانَ إِبْرَاهِيمُ بْنُ الْمَهْدِيِّ قَدْ أَسِفَ عَلَى قَتْلِ مُحَمَّدِ ابْنِ زُبَيْدَةَ، وَرَثَاهُ بِأَبْيَاتٍ، فَبَلَغَ ذَلِكَ الْمَأْمُونَ فَبَعَثَ إِلَيْهِ يُعَنِّفُهُ وَيَلُومُهُ عَلَى ذَلِكَ، وَقَدْ ذَكَرَ ابْنُ جَرِيرٍ مَرَاثِيَ كَثِيرَةً لِلنَّاسِ فِي الْأَمِينِ، وَذَكَرَ مِنْ أَشْعَارِ الَّذِينَ هَجَوْهُ طَرَفًا، وَذَكَرَ مِنْ شِعْرِ طَاهِرِ بْنِ الْحُسَيْنِ حِينَ قَتَلَهُ قَوْلَهُ: مَلَكْتَ النَّاسَ قَسْرًا وَاقْتِدَارًا ... وَقَتَلْتَ الْجَبَابِرَةَ الْكِبَارَا وَوَجَّهْتَ الْخِلَافَةَ نَحْوَ مَرْوَ ... إِلَى الْمَأْمُونِ تَبْتَدِرُ ابْتِدَارَا [خِلَافَةُ عَبْدِ اللَّهِ الْمَأْمُونِ بْنِ هَارُونَ الرَّشِيدِ] لَمَّا قُتِلَ أَخُوهُ مُحَمَّدُ بْنُ هَارُونَ الرَّشِيدِ بِبَغْدَادَ فِي رَابِعِ صَفَرٍ مِنْ سَنَةِ ثَمَانٍ وَتِسْعِينَ وَمِائَةٍ، وَقِيلَ: فِي آخِرِ الْمُحَرَّمِ اسْتَوْسَقَتِ الْبَيْعَةُ شَرْقًا وَغَرْبًا لِلْمَأْمُونِ عَبْدِ اللَّهِ بْنِ الرَّشِيدِ، فَوَلَّى الْحَسَنَ بْنَ سَهْلٍ نِيَابَةَ الْعِرَاقِ وَفَارِسَ وَالْأَهْوَازِ وَالْكُوفَةِ وَالْبَصْرَةِ وَالْحِجَازِ وَالْيَمَنِ، وَبَعَثَ نُوَّابَهُ إِلَى هَذِهِ الْأَقَالِيمِ، وَكَتَبَ إِلَى طَاهِرِ بْنِ الْحُسَيْنِ وَهُوَ بِبَغْدَادَ أَنْ يَنْصَرِفَ إِلَى الرَّقَّةِ لِحَرْبِ نَصْرِ بْنِ شَبَثٍ وَوَلَّاهُ نِيَابَةَ الْجَزِيرَةِ وَالشَّامِ وَالْمَوْصِلِ وَالْمَغْرِبِ. وَكَتَبَ إِلَى هَرْثَمَةَ بْنِ أَعْيَنَ بِنِيَابَةِ خُرَاسَانَ. وَحَجَّ بِالنَّاسِ فِي هَذِهِ السَّنَةِ الْعَبَّاسُ بْنُ مُوسَى بْنِ عِيسَى بْنِ مُوسَى