আল বিদায়া ওয়া আন্নিহায়া

سنة أربع وتسعين ومائة

من توفي فيها من الأعيان

পৃষ্ঠা - ৮৩৫০

করে ৷ ণ্রামানরা তার স্থলে ইলিয়ন (লিয়ােন)-ণ্ক তাদের রজাে মনোনীত করে ৷ এ বছরের
হিজাষের শাসনকর্তা (নায়িব) দাউদ ইবন ঈসা মতান্তরে আলী ইবনুর রশীদ লোকদের নিয়ে হজ্জ
সম্পাদন করেন ৷ এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের তালিকায় রয়েছেন ৷

আবু ৰাহ্র সালিম ইবন সালিম আল-ৰালখী

তিনি ছিলেন (বাল্খ হতে আগত) বাগদাদ প্রবাসী ৷ এখানে ইব্রাহীম ইবন তাহমান ও
সুফিয়ান সাওরী হতে হাদীস বর্ণনা করেন ৷ তার কাছ হতে হাদীস বর্ণনাকারীদের মধ্যে রয়েছেন
হাসান ইবন আরাসা ৷ তিনি ছিলেন দুনিয়া বিমুখ আবিদ ৷ চল্লিশ বছর তার জন্য শয্যা বিছানাে হয়নি
এবং দীর্ঘ কাল তিনি ঈদের দিন ব্যতীত প্রতিদিন রেড়ায়া রাখতেন এবং আকাশের দিকে মাথা
তৃলতেন না ৷ তিনি মুরজিআ মতবাদের দাঈ ছিলেন এবং হাদীস বর্ণনায় দুর্বল বিবেচিত হতেন ৷
তবে সৎ কাজের আদেশ ও অন্যায়ের নিষেধে তিনি ছিলেন নেতৃতৃদানকারী ৷ বাগদাদ আগমনের
পর তিনি হারুনুর রশীদের বহু কাজে প্রতিবাদ করেন ও তার কঠোর সমালোচনা করেন ৷ খলীফা
তাকে বারটি বেড়ি পড়িয়ে অন্তরীণ করেন ৷ আবুমুআবিয়া তার জন্য সুপারিশ করতে থাকলে
তাকে চারটি বেড়িতে আবদ্ধ রাখা হয় ৷ পরে তিনি নিজ পরিবার-পরিজনের সংগে মিলিত হওয়ার
জন্য দৃআ করতে থাকেন ৷ হারুনুর রশীদের মৃত্যু হলে যুবায়দা তাকে মুক্ত করার ব্যবস্থা করেন ৷
তিনি তীর পরিবারের কাছে ফিরে যান ৷ তারা তখন হজ্জ উপলক্ষে মক্কায় অবস্থান করছিল ৷ তিনি
মক্কায় অসুস্থ হয়ে পড়েন ৷ একদিন তার শীলা খাওয়ার বাসনা হল ৷ সে বাসনা হওয়ার দিলেই শীলা
বর্ষিত হল এবং তিনি তা ভক্ষণ করলেন ৷ এ বছরের জিলহাজ্জ মাসে তিনি ইনতিকাল করেন ৷

আবদুল ওয়াহ্হাব ইবন আবদুল মজীদ
ছাকীফ গোত্রের লোক ৷ বার্ষিক প্রায় পঞ্চাশ হাজার আমদানীর মালিক ছিলেন যার সবই
মুহাদ্দিসগণের খিদমতে ব্যয় করতেন ৷ তিনি চুরাশি বছর বয়সে ইনতিকাল করেন ৷

আবুন নাস্র আল-জুহানী আল-মুসাব

মদীনা শরীফে মসজিদে নববীর সুফ্ফার উত্তর দেয়ালের কাছে অবস্থান করতেন ৷ তিনি
ছিলেন দীর্ঘ সময় নিববতা পালনকারী ৷ কোন বিষয়ে জিজ্ঞাসা করা হলে অত্যন্ত সুন্দর জবাব
দিতেন এবং অত্যন্ত মুল্যবান কথা বলতেন যা অমুল্য বাণীরুপে উদ্ধৃত ও লিপিবদ্ধ করা হত ৷
জুমুআর দিন তিনি সালাতের আগে বের হতেন এবং মুসল্পীদের বিভিন্ন দলের কাছে গিয়ে ওয়াজ
করতেন ৷ তিনি বলতেন (কুরআনের বাণী —)
১ওষ্ও১ওন্ % ন্এও ১এ’ণ্ওও


(হে মানুষ ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর এবং ভয় কর সে দিনের, যখন পিতা
সন্তানের কোন উপকারে আসবে না ৷ সন্তানও কোন উপকারে আসবে না তার পিতার (সুরা
লুকমান : ৩৩) এবং

ষ্

শ্ ৷ শ্

০০ ৷৷া



الْحَالُ إِلَى أَنِ احْتَفَظَ كُلٌّ مِنْهُمَا عَلَى بِلَادِهِ وَحَصَّنَهَا وَهَيَّأَ الْجُيُوشَ وَالْجُنُودَ وَتَأَلَّفَ الرَّعَايَا. وَفِي هَذِهِ السَّنَةِ غَدَتِ الرُّومُ عَلَى مَلِكِهِمْ مِيخَائِيلَ فَرَامُوا خَلْعَهُ وَقَتْلَهُ فَتَرَكَ الْمُلْكَ وَتَرَهَّبَ، وَوَلَّوْا عَلَيْهِمْ لِيُونَ. وَحَجَّ بِالنَّاسِ فِيهَا نَائِبُ الْحِجَازِ دَاوُدُ بْنُ عِيسَى، وَقِيلَ: عَلِيُّ بْنُ الرَّشِيدِ. [مَنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ] وَقَدْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ: سَلْمُ بْنُ سَالِمٍ أَبُو مُحَمَّدٍ الْبَلْخِيُّ، قَدِمَ بَغْدَادَ وَحَدَّثَ بِهَا عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ وَالثَّوْرِيِّ. وَعَنْهُ الْحَسَنُ بْنُ عَرَفَةَ. وَكَانَ عَابِدًا زَاهِدًا، مَكَثَ أَرْبَعِينَ سَنَةً لَمْ نَرَ لَهُ فِرَاشًا، وَصَامَهَا كُلَّهَا إِلَّا يَوْمَ عِيدِ فِطْرٍ أَوْ أَضْحَى، وَلَمْ يَرْفَعْ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، وَكَانَ دَاعِيَةً إِلَى الْإِرْجَاءِ، ضَعِيفَ الْحَدِيثِ، إِلَّا أَنَّهُ كَانَ رَأْسًا فِي الْأَمْرِ بِالْمَعْرُوفِ وَالنَّهْيِ عَنِ الْمُنْكَرِ، وَكَانَ قَدْ قَدِمَ بَغْدَادَ فَشَنَّعَ عَلَى الرَّشِيدِ، فَحَبَسَهُ وَقَيَّدَهُ بِاثْنَيْ عَشَرَ قَيْدًا، فَلَمْ يَزَلْ أَبُو مُعَاوِيَةَ يَشْفَعُ فِيهِ حَتَّى تَرَكُوهُ فِي أَرْبَعَةِ قُيُودٍ، ثُمَّ كَانَ يَدْعُو اللَّهَ أَنْ يَرُدَّهُ إِلَى أَهْلِهِ. فَلَمَّا تُوُفِّيَ الرَّشِيدُ أَطْلَقَتْهُ زُبَيْدَةُ
পৃষ্ঠা - ৮৩৫১
فَرَجَعَ إِلَى أَهْلِهِ وَكَانُوا بِمَكَّةَ قَدْ جَاءُوا حُجَّاجًا فَمَرِضَ بِمَكَّةَ. وَاشْتَهَى يَوْمًا بَرَدًا، فَسَقَطَ فِي ذَلِكَ الْيَوْمِ بَرَدٌ، فَأَكَلَ مِنْهُ. وَمَاتَ فِي ذِي الْحِجَّةِ مِنْ هَذِهِ السَّنَةِ. عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيُّ، كَانَتْ غَلَّتُهُ فِي السَّنَةِ قَرِيبًا مِنْ خَمْسِينَ أَلْفًا يُنْفِقُهَا كُلَّهَا عَلَى أَهْلِ الْحَدِيثِ. تُوُفِّيَ عَنْ أَرْبَعٍ وَثَمَانِينَ سَنَةً. أَبُو النَّصْرِ الْجُهَنِيُّ الْمُصَابُ، كَانَ مُقِيمًا بِالْمَدِينَةِ النَّبَوِيَّةِ بِالصُّفَّةِ مِنَ الْمَسْجِدِ فِي الْحَائِطِ الشَّمَالِيِّ مِنْهُ، وَكَانَ يُطِيلُ السُّكُوتَ، فَإِذَا سُئِلَ أَجَابَ بِجَوَابٍ حَسَنٍ، وَيَتَكَلَّمُ بِكَلِمَاتٍ مُفِيدَةٍ تُؤْثَرُ عَنْهُ، وَتُكْتَبُ، وَكَانَ يَخْرُجُ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ فَيَقِفُ عَلَى مَجَامِعِ النَّاسِ فَيَقُولُ {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا} [لقمان: 33] وَ {يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ} [البقرة: 48] ثُمَّ يَنْتَقِلُ مِنْ جَمَاعَةٍ إِلَى جَمَاعَةٍ حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ فَيُصَلِّيَ فِيهِ الْجُمُعَةَ، ثُمَّ لَا يَخْرُجُ حَتَّى يُصَلِّيَ
পৃষ্ঠা - ৮৩৫২
الْعِشَاءَ الْآخِرَةَ. وَقَدْ وَعَظَ مَرَّةً هَارُونَ الرَّشِيدَ بِكَلَامٍ حَسَنٍ فَقَالَ: اعْلَمْ أَنَّ اللَّهَ سَائِلُكَ عَنْ أُمَّةِ نَبِيِّهِ، فَأَعِدَّ لِذَلِكَ جَوَابًا، وَقَدْ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَوْ مَاتَتْ سَخْلَةٌ بِالْعِرَاقِ ضَيَاعًا لَخَشِيتُ أَنْ يَسْأَلَنِي اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا. فَقَالَ: إِنِّي لَسْتُ كَعُمَرَ، وَإِنَّ دَهْرِي لَيْسَ كَدَهْرِهِ. فَقَالَ: مَا هَذَا بِمُغْنٍ عَنْكَ شَيْئًا. فَأَمَرَ لَهُ بِثَلَاثِمِائَةِ دِينَارٍ، فَقَالَ: أَنَا رَجُلٌ مِنْ أَهْلِ الصُّفَّةِ، فَمُرْ بِهَا فَلْتُقَسَّمْ عَلَيْهِمْ وَأَنَا وَاحِدٌ مِنْهُمْ.