আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة ست وثلاثين ومائة

خلافة أبي جعفر المنصور

পৃষ্ঠা - ৭৯১৭

১১৮ আল-বিদায়া ওয়াননিহায়া

নামায পড়ান ৷ তিনি সমাহিত হন আনবারের কাসরুল ইমারা নামক সমাধিতে ৷ তার পরিত্যক্ত
পবিধেয়ের মধ্যে উল্লেখযো গ্য হল নয়টি জুব্বা, চারটি কামীস (জামা) পাচঢি পাজা মা, চারটি অাবা
(আলখেল্লা জাভীয় পরিধেয়) এবং তিনটি পশমী চাদর ইবন আসাকির তার জীবনী উল্লেখ
করেছেন এবং আমরা যা কিছু বনাি করলামতার অংশ বিশেষ তিনিও উল্লেখ করেছেন ৷ আল্লাহ
সর্বাধিক জানেন ৷

এ বছরই যে সকল বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে অন্যতম হলেন সাফ্ফাহ,
যেমন বিগত হয়েছে ৷ এছাড়া আশআছু ইবন সাওওয়ার , জাফর ইবন আবু রাবীআ, হুসাইন ইবন
আবদুর রহমান, রাবীআ আররাঈ , যায়দ ইবন আসলাম , আবদুল মালিক ইবন উমায়র , আবদুল্লাহ
ইবন আবু জাফর, আতা ইবনুস স ইাব এদের অন্তর্ভুক্ত ৷ আমরা আত্-তাকমীল গ্রন্থে তাদের
জীবনী উল্লেখ করেছি ৷ সমস্ত প্রশং সা আল্লাহর ৷

আবু জা ফর মানসুরের থিলাফত

া ৩ার পুর্ণ নাম আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আালী ইবন আবদুল্লাহ ইবন আব্বাস ৷ ইতিপুর্বে
বিগত হয়েছে যে সাফ্ফাহ যখন মারা যান তখন তিনি হিজায়ে ছিলেন ৷ সাফ্ফাহ-এর মৃত্যু সং বাদ
যযখন তার কাছে পৌছে খনত তিনি হজ্জ থেকে ফেরার পথে যাতে ইরাক নামক স্থানে ছিলেন ৷
এসময় তার সাথে আবু মুসলিম থুরাসানী ছিলেন ৷ ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি দ্রুত অগ্রসর
হন ৷ ভাইয়ের মৃত্যুতে আবু মুসলিম তাকে সান্তুনা প্রদান করেন ৷ তখন মানসুর কেদে ফেললে
আবু মুসলিম তাকে বলেন, আপনি কাদছেন অথচ আপনার কাধে খিলাফরুত তর দায়িত্ব অর্পিত
হয়েছে প্অ আল্লাহ চা ন তো আমিইা আ পনার পক্ষে এ দায়িত্ব পালন করব ৷ খনত তিনি দুশ্চিম্ভামুক্ত
হন ৷ এসময় তিনি যিয়াদ ইবন উবায়দুল্লাহকে নির্দেশ দেন পবিত্র মক্কা র গত র্নররুপে ফিরে যেতে ৷
ইতিপুর্বে সাফ্ফাহ তাক সে দায়িৎ থেকে অপসারণে করেত তার পরিবর্তে অ ব্বাস ইবন আবদুল্লাহ
ইবন মা’ বদ ইবন আব্বাসকে নিয়োগ করেন ৷ এ বছর অতিবাহিত হওয়া পর্যন্ত অন্যান্য সকল
গভর্নরা-াপদে বহাল ছিলেন ৷ আর ইতিপুর্বে আবদুল্লাহ ইবন আলী তার ভাতিজা সাফ্ফাহ-এর
কাছে আনবারে আগমন করেন ৷ তিনি তাকে সাইফার প্রশাসক নিযুক্ত করেন ৷ পরবর্তীতে তিনি
বিশাল বাহিনী নিয়ে রোম দেশ অভিমুখে রওনা হন ৷ পথিমধ্যে তার কাছে সাফ্ফা হ-এর মৃত্যু

ৎবাদ পৌছলে তিনিা হাররানে ফিরেত তারানিজের বায়আতের প্রতি ৩আহ্বান জানান ৷ এসময়৩ তিনি
দাবী করেন যে সাফ্ফাহ্ যখন তাকে শামে প্রেরণ করেন তখন তিনি তার সাথে অঙ্গীকার
করেছিলেন যে তিনিই হরেনত তার পরবর্তী খলীফা ৷ তখন তার চতষ্পাভ্রুর্শ্ব বিশাল বাহিনী সমেবেত
হয় ৷ আর তার বিষয়ে এ সম্পর্কিত আলোচনা আমরা পরবর্তী বছরের ঘটনাসমুহের মাঝে
ইনশাআল্লাহ উল্লেখ করব ৷

০০াা

وَزَيْدُ بْنُ أَسْلَمَ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ. وَقَدْ ذَكَرْنَا تَرَاجِمَهُمْ فِي كِتَابِنَا " التَّكْمِيلِ ". وَلِلَّهِ الْحَمْدُ وَالْمِنَّةُ. [خِلَافَةُ أَبِي جَعْفَرٍ الْمَنْصُورِ] قَدْ تَقَدَّمَ أَنَّ السَّفَّاحَ مَاتَ وَأَخُوهُ أَبُو جَعْفَرٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ بِالْحِجَازِ، فَأَخَذَ الْبَيْعَةَ لَهُ بِالْعِرَاقِ عَمُّهُ عِيسَى بْنُ عَلِيٍّ، وَبَلَغَهُ خَبَرُ مَوْتِ أَخِيهِ السَّفَّاحِ وَهُوَ رَاجِعٌ بِذَاتِ عِرْقٍ فَعَجَّلَ السَّيْرَ، وَكَانَ مَعَهُ أَبُو مُسْلِمٍ الْخُرَاسَانِيُّ، فَبَايَعَهُ أَبُو مُسْلِمٍ فِي الطَّرِيقِ وَعَزَّاهُ فِي أَخِيهِ أَمِيرِ الْمُؤْمِنِينَ السَّفَّاحِ، فَبَكَى أَبُو جَعْفَرٍ الْمَنْصُورُ عِنْدَ ذَلِكَ، فَقَالَ لَهُ أَبُو مُسْلِمٍ: أَتَبْكِي وَقَدْ جَاءَتْكَ الْخِلَافَةُ؟! فَأَنَا أَكْفِيكَهَا إِنْ شَاءَ اللَّهُ. فَسُرِّيَ عَنِ الْمَنْصُورِ، وَأَمَرَ زِيَادَ بْنَ عُبَيْدِ اللَّهِ
পৃষ্ঠা - ৭৯১৮
أَنْ يَرْجِعَ إِلَى مَكَّةَ وَالِيًا عَلَيْهَا، وَكَانَ السَّفَّاحُ قَدْ عَزَلَهُ عَنْهَا بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، وَأَقَرَّ بَقِيَّةَ النُّوَّابِ عَلَى أَعْمَالِهِمْ حَتَّى انْسَلَخَتْ هَذِهِ السَّنَةُ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَلِيٍّ قَدِمَ عَلَى السَّفَّاحِ الْأَنْبَارَ، فَأَمَّرَهُ عَلَى الصَّائِفَةِ، فَرَكِبَ فِي جُيُوشٍ عَظِيمَةٍ إِلَى بِلَادِ الرُّومِ، فَلَمَّا كَانَ بِبَعْضِ الطَّرِيقِ بَلَغَهُ مَوْتُ السَّفَّاحِ، فَكَرَّ رَاجِعًا إِلَى حَرَّانَ وَدَعَا إِلَى نَفْسِهِ، وَزَعَمَ أَنَّ السَّفَّاحَ كَانَ عَهِدَ إِلَيْهِ حِينَ بَعَثَهُ إِلَى الشَّامِ أَنْ يَكُونَ وَلِيَّ الْعَهْدِ مِنْ بَعْدِهِ، فَالْتَفَّتْ عَلَيْهِ جُيُوشٌ عَظِيمَةٌ، وَكَانَ مِنْ أَمْرِهِ مَا سَنَذْكُرُهُ فِي السَّنَةِ الْآتِيَةِ، إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى.