আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة ثلاث وثلاثين ومائة

পৃষ্ঠা - ৭৯০২


অম্ভরঙ্গতা লাভ করতেন এবং তার সাথে নৈশালাপ পসন্দ করতেন ৷ কিন্তু কোন কারণে তিনি
তাকে আলাভীদের প্রতি আকৃষ্ট ভেবে ফেলেন ৷ আবু মুসলিম গুপ্তঘাতক দিয়ে তাকে হত্যা
করান ৷ তার নিহত হওয়ার সময় সাফ্ফাহ এই কবিতার পঙ্ক্তি আবৃত্তি করেন :

শ্শ্শ্শ্শ্

“সে এবং তার অনুরুপ সকলে জাহা ন্নামবাসী হে ক তবে তার মৃত্যুতে আমরা যা হারিয়েছি
তার জন্য আমরা আফসােস করব ৷

তাকে মুহাম্মাদ পরিবারে ওযীর বলা হত ৷ তিনি খাল্লাল নামে প্রসিদ্ধ ছিলেন ৷ কেননা,
কুফাতে তার বাড়ি ছিল খাল্ল৷ ল বা ৷সিরক৷ বিক্রেতাদের গলিতে ৷ তিনিই সর্বপ্রথম ব্যক্তি যাকে
ওযীর’ আখ্যা দেওয়া হয় ৷ ইবন খাল্লিকান ইবন কুত তায়বা থেকে বর্ণনা করেন ৷ ওযীর শব্দটি
এ১ৰুপ্ ৷ ধাতুমুল থেকে নির্গ৩ , এর অর্থ হল বহন করা ৷ তার রায়ের প্রতি আন্থাশীল হওয়ার
কারণে বাদশা যেন তাকে গুরুভায় বোঝা চাপিয়ে দিয়েছেন ৷ যেমন ভীত শঙ্কিত ব্যক্তি আত্মরক্ষার
জন্য কোন পাহাড়ে আশ্রয় গ্রহণ করে ৷

১৩৩ হিজরীর সুচনা

এবছরই সাফ্ফাহ তার চাচা সুলায়মানকে বসরাও৩ তার অধীনস্থ এলাকাসমুহ এবং
দজলা-বাহরায়ন ও ওমান অঞ্চলে বসতি ও জনপদের প্রশাসক নিযুক্ত করেন ৷ আর তার আরেক
চাচা ইসমাঈল ইবন আলীকে আহওয়ায অঞ্চলের জনপদ ও বসতির প্রশাসক নিযুক্ত করেন ৷
এছাড়া এবছরই দাউদ ইবন আলী পবিত্র মক্কা ও মদীনা বনু উমায়্যার সদস্যদের হত্যা করেন এবং
তিনি নিজেও এ বছর রবিউল আওয়াল মাসে পবিত্র মদীনায় মৃতুমুখে পতিত হন ৷ এরপর তার
ছেলে মুসাকে তার অধীনস্থ এলাকার স্থলবর্তী শাসক নিয়োগ করা হয় ৷ আর হিজায় অঞ্চলে তার
শাসন কর্তৃত্ব তিনমাস স্থা ৷য়ী হয় ৷ এরপর সাফ্ফাহ্-এর কাছে যখন তা ৷র মৃত্যু সংবাদ পৌছে তখন
তিনি তার মাম৷ যিয়াদ ইবন উবায়দুল্লাহ্ ইবন অ ৷বদুদ্দার আল-হা ৷রিহীকে হিজ৷ ৷যের শ৷ সক নিয়োগ
করেন, তার মামাতে৷ ভাই মুহাম্মাদ ইবন ইয়াষীদ ইবন উবায়দুল্লাহ্কে ইবন আবদৃদ্দা রকে
ইয়াম৷ ৷নের গভর্নর নিয়োগ করেন ৷ আ র৩ তার ইে চাচা আ বদুল্ল৷ হ্ ও না ৷লিহকে৷ ৷৷মের কর্ততু প্রদান
করেন ৷ এছাড়াও তিনি আবু আওনকে মিসর অঞ্চলের নায়িব রুপে নিয়োগ করেন ৷ এবছরই
মুহাম্মাদ ইবনুল আশআছ আফ্রিকাভিমুখে যুদ্ধাভিযানে বের হন এবং আফ্রিকীয়দের বিরুদ্ধে প্রচণ্ড
লড়াইয়ে অবতীর্ণ হয়ে আফ্রিকা জয় করেন ৷ এছাড়া এবছর শারীক ইবন শায়খ আলমুহরী
বুখারায় আবু মুসলিমের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং যুক্তি প্রদর্শন করে বলে এজন্য আমরা
মুহাম্মাদ পরিবারের হাতে বায়আত করিনি যে, তারা অন্যায় রক্তপাত আর প্রাণহানি করতে
থাকবে ৷ এসময় আরও প্রায় তিরিশ হাজার লোক তার অনুসরণ করে ৷ তখন আবু মুসলিমা
বিরুদ্ধে যিয়াদ ইবন সালিহ আল খুযায়ীকে প্রেরণ করেন এবং সে৩ তার বিরুদ্ধে লড়৷ ৷ই করে
তাকে হত্যা করে ৷

এছাড়া এবছর সাফ্ফাহ্ তার ভাই ইয়াহ্ইয়৷ ইবন মুহাম্মাদকে মাওসিলের প্রশাসক পদ থেকে
অপসারণ করেন, এবং তার স্থলে তার চাচা ইসমাঈলকে নিয়োগ করেন ৷ এ বছরই তিনি তার
পক্ষ থেকে সালিহ ইবন আলী ইবন সাঈদ ইবন উবায়দুল্লাহ্কে তার পক্ষ থেকে সাইফার গভর্নর


[ثُمَّ دَخَلَتْ سَنَةُ ثَلَاثٍ وَثَلَاثِينَ وَمِائَةٍ] فِيهَا وَلَّى السَّفَّاحُ عَمَّهُ سُلَيْمَانَ بْنَ عَلِيٍّ الْبَصْرَةَ وَأَعْمَالَهَا، وَكُوَرَ دِجْلَةَ، وَالْبَحْرَيْنِ، وَعُمَانَ. وَوَجَّهَ عَمَّهُ إِسْمَاعِيلَ بْنَ عَلِيٍّ إِلَى كُوَرِ الْأَهْوَازِ. وَفِيهَا قَتَلَ دَاوُدُ بْنُ عَلِيٍّ مَنْ بِمَكَّةَ وَالْمَدِينَةِ مِنْ بَنِي أُمَيَّةَ. وَفِيهَا تُوُفِّيَ دَاوُدُ بْنُ عَلِيٍّ بِالْمَدِينَةِ فِي شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ، وَاسْتَخْلَفَ ابْنَهُ مُوسَى عَلَى عَمَلِهِ، وَكَانَتْ وِلَايَتُهُ أَرْضَ الْحِجَازِ ثَلَاثَةَ أَشْهُرٍ، وَلَمَّا بَلَغَتِ السَّفَّاحَ وَفَاتُهُ اسْتَنَابَ عَلَى الْحِجَازِ خَالَهُ زِيَادَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمَدَانِ الْحَارِثِيَّ، وَوَلَّى الْيَمَنَ لِابْنِ خَالِهِ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمَدَانِ، وَجَعَلَ إِمْرَةَ الشَّامِ لِعَمَّيْهِ عَبْدِ اللَّهِ، وَصَالِحٍ ابْنَيْ عَلِيٍّ، وَقَرَّرَ أَبَا عَوْنٍ عَلَى الدِّيَارِ الْمِصْرِيَّةِ نَائِبًا عَلَيْهَا. وَفِيهَا تَوَجَّهَ مُحَمَّدُ بْنُ الْأَشْعَثِ إِلَى إِفْرِيقِيَّةَ فَقَاتَلَهُمْ قِتَالًا شَدِيدًا حَتَّى فَتَحَهَا. وَفِيهَا خَرَجَ شَرِيكُ بْنُ شَيْخٍ الْمَهْرِيُّ بِبُخَارَى عَلَى أَبِي مُسْلِمٍ، وَقَالَ: مَا عَلَى هَذَا بَايَعْنَا آلَ مُحَمَّدٍ عَلَى سَفْكِ الدِّمَاءِ! وَاتَّبَعَهُ عَلَى ذَلِكَ نَحْوٌ مَنْ ثَلَاثِينَ
পৃষ্ঠা - ৭৯০৩
أَلْفًا، فَبَعَثَ إِلَيْهِ أَبُو مُسْلِمٍ زِيَادَ بْنَ صَالِحٍ الْخُزَاعِيَّ فَقَاتَلَهُ فَقَتَلَهُ. وَفِيهَا عَزَلَ السَّفَّاحُ أَخَاهُ يَحْيَى بْنَ مُحَمَّدٍ عَنِ الْمَوْصِلِ، وَوَلَّى عَلَيْهَا عَمَّهُ إِسْمَاعِيلَ بْنَ عَلِيٍّ. وَفِيهَا وَلِيَ الصَّائِفَةَ مِنْ جِهَةِ صَالِحِ بْنِ عَلِيٍّ سَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ فَغَزَا وَرَاءَ الدُّرُوبِ. وَحَجَّ بِالنَّاسِ فِي هَذِهِ السَّنَةِ خَالُ أَمِيرِ الْمُؤْمِنِينَ زِيَادُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمَدَانِ الْحَارِثِيُّ. وَنُوَّابُ الْبِلَادِ هُمُ الَّذِينَ كَانُوا فِي الَّتِي قَبْلَهَا سِوَى مَنْ ذَكَرْنَا أَنَّهُ عُزِلَ فِي هَذِهِ السَّنَةِ.