আল বিদায়া ওয়া আন্নিহায়া

ثم دخلت سنة خمس وعشرين ومائة

ممن توفي فيها من الأعيان

পৃষ্ঠা - ৭৭৮২

এই হিজরী সনে যেসব বিশিষ্ট ব্যক্তির ওফাত হয়

মুহাম্মদ ইবন আলী

তিনি মুহাম্মদ ইবন আলী ইবন আবদৃল্লাহ্ ইবন আব্বাস আবু আবদুল্লাহ্ মড়াদানী ৷ তিনি
সাফ্ফাহ্ এবং মানসুরের পিতা ৷ তিনি তার পিতা থেকে, দাদা থেকে সাঈদ ইবন যুবায়র এবং
অন্য কতক লোক থেকে হাদীস রংনাি করেছেন ৷ তার থেকে বহু লোক হাদীস বংনাি করেছে ৷
তাদের মধ্যে তার দুই পুত্র থলীফা আবু আব্বাস আবদৃল্লাহ্ সাফ্ফাহ্ এবং খলীফন্ব আবু জাফর
আবদুল্লাহ্ মনসুর রয়েছেন ৷ আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন হানাফিয়্যা তার মৃত্যুর পর মুহাম্মদ ইবন
আলীকে খলীফা মনোনয়নের ওসয়ীত করে যান ৷ তিনি ইতিহাস সম্পর্কে প্রভুত জ্ঞানের অধিকারী
ছিলেন ৷ মুহাম্মদ ইবন হানাফিয়্যা বলেছিলেন মুহাম্মদ ইবন আলীকে যে খিলাফতের দায়িতু
অবিলম্বে আপনার বংশধরদের মধ্যে আসবে ৷ ৮৭ হিওব্ব ৷ সনে তিনি খিণাফ৩ প্রাপ্তির দু৩া৷
করেছিলেন ৷ তিনি অনবরত দুআ করেই যাচ্ছিলেন ৷ এক পর্যায়ে এই হিজরী সনে তিনি মারা
যান ৷ কেউ বলেছেন তার মৃত্যু হয়েছে ১২৪ হিজরী সনে আবার কেউ বলেছেন ১২৬ হিজরী
সনে ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর ৷

মুহাম্মদ ইবন আলী একজন রুপবান ও সুদর্শন ব্যক্তি ছিলেন ৷ তার মৃত্যুর পর তার ছেলে
ইবরাহীমের জন্যে খিলাফত নির্ধারণের ওসীয়ত করে যান ৷ কিন্তু শেষ পর্যন্ত তার ছেলে সাফ্ফাহ্
খিলাফত লাভ করে ৷ তারপর ৩২ বছরের মাথায় বনু উমাইয়া থেকে তারা খিলাফতের পদ
ছিনিয়ে নেয় ৷ এই বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে ৷



ইয়াহ্ইয়া ইবন যায়দ

এই হিজরী মনে অর্থাৎ ১২৫ হিজরী সনে যীরা ইনতিকাল করেছেন তাদের অন্যতম হলেন
ইয়াহ্ইয়া ইবন যাইদ ইবন আলী ইবন হুসড়ায়ন ইবন আলী ইবন আবু তালিব ৷ ইয়াহ্ইয়ার পিতা
যাইদ যখন ১২১ হিজরী সনে নিহত হলেন তখন ইয়াহ্ইয়া নিজে আত্মগােপন করে রইলেন ৷
তিনি থুরাসানের বালথ শহরে হারীশ ইবন আমর ইবন দাউদের আশ্রয়ে লুকিয়ে অবস্থান
করছিলেন ৷ এরই এক পর্যায়ে খলীফা হিশামের মৃত্যু হয় ৷ তারপর ইয়াহ্ইয়া ইবন যাইদের
অবস্থান জানিয়ে ইউসুফ ইবন উমর নাসর ইবন সাইয়ারকে পত্র লিখে ৷ নাসর ইবন সইিয়ড়ার
আকীল ইবন মড়াকাল আজালীর মাধ্যমে বালখের শাসনকর্তার নিকট লিখিত নির্দেশ পাঠায়
হারীশকে গ্রেফতার করার জন্যে ৷ সে হারীশকে গ্রেফতার করে নাসরের নিকট পাঠিয়ে দেয় ৷ সে
হারীশকে একে একে ছয়শত চাবুক আঘাত করে ৷ তবুও হারীশ ইয়াহ্ইয়া ইবন যাইদের অবস্থান
সম্পর্কে কিছু জানায়নি ৷ ইতিমধ্যে হারীশের ছেলে সেখানে উপস্থিত হয় এবং ইয়াহ্ইয়া ইবন
যাইদেশ্র অবস্থান শাসকদেরকে জানিয়ে দেয় ৷ তারপর ইয়াহ্ইয়াকে গ্রেফতার করা হয় ৷ এই
সংবাদ নাসর ইবন সইিয়ার জানিয়ে দেয় ইউসুফ ইবন উমরের নিকট ৷ সে সংবাদটি জানায়


عَلِيٍّ مِائَتَيْ أَلْفِ دِرْهَمٍ وَكُسْوَةً بِثَلَاثِينَ أَلْفًا، وَقَالَ لَهُمْ: لَعَلَّكُمْ لَا تَلْقَوْنِي بَعْدَ عَامِكُمْ هَذَا، فَإِنْ مُتُّ فَإِنَّ صَاحِبَكُمْ إِبْرَاهِيمَ بْنَ مُحَمَّدٍ - يَعْنِي ابْنَهُ - فَإِنَّهُ ابْنِي، فَأُوصِيكُمْ بِهِ. وَمَاتَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ فِي مُسْتَهَلِّ ذِي الْقِعْدَةِ فِي هَذِهِ السَّنَةِ بَعْدَ أَبِيهِ عَلِيٍّ بِسَبْعِ سِنِينَ. وَفِيهَا قُتِلَ يَحْيَى بْنُ يَزِيدَ بْنِ عَلِيٍّ بِخُرَاسَانَ. وَحَجَّ بِالنَّاسِ فِيهَا يُوسُفُ بْنُ مُحَمَّدٍ الثَّقَفِيُّ أَمِيرُ مَكَّةَ وَالْمَدِينَةِ وَالطَّائِفِ، وَأَمِيرُ الْعِرَاقِ يُوسُفُ بْنُ عُمَرَ، وَأَمِيرُ خُرَاسَانَ نَصْرُ بْنُ سَيَّارٍ، وَهُوَ فِي هِمَّةِ الْوُفُودِ إِلَى الْوَلِيدِ بْنِ يَزِيدَ أَمِيرِ الْمُؤْمِنِينَ بِمَا مَعَهُ مِنَ الْهَدَايَا وَالتُّحَفِ، فَقُتِلَ الْوَلِيدُ قَبْلَ أَنْ يَجْتَمِعَ بِهِ. [مِمَّنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ] وَمِمَّنْ تُوُفِّيَ فِيهَا مِنَ الْأَعْيَانِ: مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ الْقُرَشِيِّ الْهَاشِمِيِّ أَبُو عَبْدِ اللَّهِ الْمَدَنِيُّ، وَهُوَ أَبُو السَّفَّاحِ وَالْمَنْصُورِ رَوَى عَنْ أَبِيهِ وَجَدِّهِ وَسَعِيدِ بْنِ جُبَيْرٍ وَجَمَاعَةٍ، وَحَدَّثَ عَنْهُ جَمَاعَةٌ، مِنْهُمُ ابْنَاهُ الْخَلِيفَتَانِ أَبُو الْعَبَّاسِ عَبْدُ اللَّهِ السَّفَّاحُ، وَأَبُو جَعْفَرٍ عَبْدُ اللَّهِ الْمَنْصُورُ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ أَوْصَى إِلَيْهِ بِالْأَمْرِ مِنْ بَعْدِهِ، وَكَانَ عِنْدَهُ عِلْمٌ بِالْأَخْبَارِ، فَبَشَّرَهُ بِأَنَّ الْخِلَافَةَ سَتَكُونُ فِي وَلَدِهِ، فَدَعَا إِلَى نَفْسِهِ فِي سَنَةِ سَبْعٍ وَثَمَانِينَ، وَلَمْ يَزَلْ أَمْرُهُ يَتَزَايَدُ حَتَّى تُوُفِّيَ فِي هَذِهِ السَّنَةِ، وَقِيلَ: فِي الَّتِي قَبْلَهَا. وَقِيلَ: فِي الَّتِي بَعْدَهَا. عَنْ ثَلَاثٍ وَسِتِّينَ سَنَةً، وَكَانَ مَنْ أَحْسَنِ النَّاسِ شَكْلًا، فَأَوْصَى بِالْأَمْرِ مِنْ بَعْدِهِ لِوَلَدِهِ
পৃষ্ঠা - ৭৭৮৩
إِبْرَاهِيمَ فَمَا أُبْرِمَ الْأَمْرُ إِلَّا لِوَلَدِهِ السَّفَّاحُ، فَاسْتَلَبَ مِنْ بَنِي أُمَيَّةَ الْأَمْرَ فِي سَنَةِ ثِنْتَيْنِ وَثَلَاثِينَ، كَمَا سَيَأْتِي تَفْصِيلُ ذَلِكَ. وَأَمَّا يَحْيَى بْنُ زَيْدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَإِنَّهُ لَمَّا قُتِلَ أَبُوهُ زَيْدٌ فِي سَنَةِ إِحْدَى وَعِشْرِينَ وَمِائَةٍ، لَمْ يَزَلْ يَحْيَى مُخْتَفِيًا فِي خُرَاسَانَ عِنْدَ الْحَرِيشِ بْنِ عَمْرِو بْنِ دَاوُدَ بِبَلْخَ حَتَّى مَاتَ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلَكِ فَكَتَبَ عِنْدَ ذَلِكَ يُوسُفُ بْنُ عُمَرَ إِلَى نَصْرِ بْنِ سَيَّارٍ يُخْبِرُهُ بِأَمْرِ يَحْيَى بْنِ زَيْدٍ فَكَتَبَ نَصْرُ بْنُ سَيَّارٍ إِلَى نَائِبِ بَلْخَ عَقِيلِ بْنِ مَعْقِلِ الْعِجْلِيِّ فَأَحْضَرَ الْحَرِيشَ فَعَاقَبَهُ سِتَّمِائَةِ سَوْطٍ، فَلَمْ يَدُلَّ عَلَيْهِ، وَجَاءَ وَلَدُ الْحَرِيشِ فَدَلَّهُمْ عَلَيْهِ، فَحُبِسَ، فَكَتَبَ نَصْرُ بْنُ سَيَّارٍ إِلَى يُوسُفَ بِذَلِكَ، فَبَعَثَ إِلَى الْوَلِيدِ بْنِ يَزِيدَ يُخْبِرُهُ بِذَلِكَ، فَكَتَبَ الْوَلِيدُ إِلَى نَصْرِ بْنِ سَيَّارٍ يَأْمُرُهُ بِإِطْلَاقِهِ مِنَ السِّجْنِ، وَإِرْسَالِهِ إِلَيْهِ صُحْبَةِ أَصْحَابِهِ، وَيُجَهِّزُهُمْ إِلَيْهِ فَأَطْلَقَهُمْ وَأَطْلَقَ لَهُمْ وَجَهَّزَهُمْ، فَسَارُوا إِلَى دِمَشْقَ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ تَوَسَّمَ نَصْرٌ مِنْهُ غَدْرًا، فَبَعَثَ إِلَيْهِ جَيْشًا عَشَرَةَ آلَافٍ، فَكَسَرَهُمْ يَحْيَى بْنُ زَيْدٍ وَإِنَّ مَا مَعَهُ سَبْعُونَ رَجُلًا، وَقَتَلَ أَمِيرَهُمْ، وَاسْتَلَبَ مِنْهُمْ أَمْوَالًا كَثِيرَةً، ثُمَّ جَاءَ جَيْشٌ آخَرُ، فَقَتَلُوهُ وَاحْتَزُّوا رَأَسَهُ، وَقَتَلُوا جَمِيعَ أَصْحَابِهِ، رَحِمَهُمُ اللَّهُ.