ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৭৩৩০
তারিখ: ১৯-ডিসেম্বর-২০১৭
বিষয়:

লাশ উল্টো তথা দক্ষিনমুখী করে জানাযার নামায পড়ার হুকুম৷

প্রশ্ন
বরাবর মাননীয় মুফতী সাহেব! বিষয়: জানাযার নামায প্রসঙ্গে৷
হযরত গতকাল আমাদের এলাকায় একটি জানাযার নামায অনুষ্ঠিত হয়। নামাযের সময় লাশটিকে ভুলবশত উত্তরমুখী করে না রেখে দক্ষিণমুখী করে রাখা হয়েছিল। এভাবেই নামায পড়া হয় ৷ পরে আর নামায পড়া হয়নি। জানতে চাই, উক্ত জানাযা নামায সহীহ হয়েছে কি?
উত্তর
জানাযার নামায সহিহ হওয়ার জন্য শর্ত হল, লাশ ইমামের সামনে থাকা ৷ আর উত্তরমুখী করে রাখা সুন্নত ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে লাশ যেহেতু ইমামের সামনেই ছিল তাই উক্ত জানাযা নামায সহীহ হয়ে গেছে। তবে এক্ষেত্রে লাশ উল্টো করে রাখার করণে সুন্নাতের খেলাফ হয়েছে।
-শরহুল মুনয়া পৃ. ৫৮৮;আলমুহীতুল বুরহানী৩/১০২; আদ্দুররুল মুখতার ২/২০৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ মৃত্যু-জানাজা