ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৭২০৭
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

আমি জনৈক আলেমকে বলতে শুনেছি যে, জুমা ও ঈদের সময়...

প্রশ্ন

আমি জনৈক আলেমকে বলতে শুনেছি যে, জুমা ও ঈদের সময় খতীব সাহেবের জন্য ডান-বাম দিকে চেহারা ফিরিয়ে খুতবা দেওয়া সুন্নত তরীকা নয়। সুন্নত তরীকা হল সামনের মুসল্লিদের দিকে ফিরে খুতবা দেওয়া। জানার বিষয় হল, ঐ আলেমের কথা কি ঠিক?

উত্তর

হাঁ, ঐ আলেম ঠিক বলেছেন। খুতবার সময় ডানে বামে চেহারা না

ঘুরিয়ে সামনের দিকে ফিরে খুতবাদেওয়া সুন্নত।

-আলমুগনী, ইবনে কুদামা ৩/১৭৮; কিতাবুল উম্ম ১/২৩০; মাআরিফুস সুনান ৪/৩৬৫; উমদাতুল কারী ৬/২২১; রদ্দুল মুহতার ২/১৪৯

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ ঈদ