Login | Register

ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৬৭৩৬
তারিখ: ২৭/১০/২০১৭
বিষয়: অজু

অযুর সময় থুতনির নিচের অংশও কি ধোয়া জরুরি? কেউ যদি...

প্রশ্ন

অযুর সময় থুতনির নিচের অংশও কি ধোয়া জরুরি? কেউ যদি এ অংশ পুরোপুরি না ধোয় তাহলে কি তার অযু সহীহ হবে?

উত্তর

অযুতে থুতনির নিচের অংশ ধোয়া লাগবে না। ঐ অংশ না ধুলেও অযু হয়ে যাবে।

Ñখুলাসাতুল ফাতাওয়া ১/২১; আস সেআয়া ১/৪৬

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
অজু এর উপর সকল ফতোয়া >>

Execution time: 0.02 render + 0.00 s transfer.