ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৬১৫০
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

রফিককে আমার চাচি কিছুদিন দুধ পান করিয়েছিলেন। এখন রফিকের বোনের...

প্রশ্ন

রফিককে আমার চাচি কিছুদিন দুধ পান করিয়েছিলেন। এখন রফিকের বোনের সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ের কথাবার্তা চলছে। প্রশ্ন হল, আমার চাচাতো ভাই কি ঐ মেয়েকে বিবাহ করতে পারবে?

উত্তর

হ্যাঁ, রফিকের বোনের সাথে আপনার চাচাতো ভাইয়ের বিবাহ সহীহ হবে। কারণ রফিক আপনার চাচীর দুধ পান করার দ্বারা তার বোনের সাথে আপনার চাচাত ভাইয়ের দুধ সম্পর্ক স্থাপিত হয়নি।

-আলবাহরুর রায়েক ৩/২২৭; আদ্দুররুল মুখতার ৩/২১৭; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬৫; সহীহ বুখারী ১/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩; হেদায়া ২/৩৫১

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবাহ-তালাক