ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৫৭৩২
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন

সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা জায়েয আছে কি?

উত্তর

হ্যাঁ, সৎ মায়ের বোনকে বিবাহ করা জায়েয আছে। কেননা, তারা পরস্পর মাহরাম নয়।

-সূরা নিসা : ৩৪; তাফসীরে তাবারী ৪/১২; ইমদাদুল আহকাম ২/২৪৭; মাজমুআতুল ফাতাওয়া লাখনভী ২/২৩

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবাহ-তালাক