ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৫২৫৩
তারিখ: ২৭-নভেম্বর-২০১৭
বিষয়:

খালাত বা ফুপাত বোনের মেয়েকে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন

খালাত বা ফুপাত বোনের মেয়েকে বিবাহ করা জায়েয আছে কি?

উত্তর

জ্বী, খালাত বা ফুফাত বোনের মেয়েকে বিবাহ করা জায়েয।

সূরা নিসা : ২৪; আদ্দুররুল মুখতার ৩/৩০

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবাহ-তালাক