ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৮০
তারিখ: ১-নভেম্বর-২০১৭
বিষয়:

বিশজন ফকীরকে খানা খাওয়ানোর মান্নত করে দুজনকে দশ বেলা খাওয়ানো ৷

প্রশ্ন
হুজুর আমার ছেলে অসুস্থ থাকা অবস্থায় আমার মা মান্নত করেছিল, আমার ছেলে সুস্থ হলে বিশজন ফকিরকে দাওয়াত করে খাওয়াবে। আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন। এখন প্রশ্ন হল, বিশজন ফকিরকেই খাওয়াতে হবে? যদি দুজন কে দশবেলা অথবা পাচজনকে চার বেলা খাওয়ায় তাহলে মান্নত আদায় হবে কি না?
উত্তর
আপনার মা যেহেতু বিশজন ফকিরকে খাওয়ানোর মান্নত করেছে, তাই বিশজন ফকিরকে এক বেলা খাওয়াতে হবে। অবশ্য দুজনকে দশ বেলা অথবা পাঁচজনকে চার বেলা খাওয়ালেও মান্নত আদায় হয়ে যাবে।
- বাদায়েউস সানায়ে ৪/২৩৫; আলমুহীতুল বুরহানী ৬/৩৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতী:জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷


উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কসম-মান্নত