ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৬৮
তারিখ: ১-অক্টোবর-২০১৭
বিষয়:

কোনো অংশীদারের শুধু গোশত খাওয়ার নিয়ত হলে, অথবা কারো উপার্জন হারাম হলে কুরবানীর হুকুম৷

প্রশ্ন
হুজুর! কুরবানীর পশুতে কোনো অংশীদারের নিয়ত যদি হয় গোশত খাওয়া অথবা শরীকদের কারো উপার্জন হারাম হলে, তার ও অন্য শরীকের কুরবানীর হুকুম কি?
উত্তর
যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না৷ এমন ব্যক্তিকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানী হবে না। তেমনিভাবে শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে।
-কাযীখান ৩/৩৪৯; বাদায়েউস সানায়ে ৪/২০৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী