ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৫০
তারিখ: ১৪-অগাষ্ট-২০১৭
বিষয়:

ঘরে উপযুক্ত মেয়ে থাকলে তাকে বিয়ে না দিয়ে হজ্ব করা কি জরুরী?

প্রশ্ন
মুফতী সাহেব আমার প্রশ্ন হল, আমার কাছে হজ্বে যাওয়ার মতো টাকা আছে। কিন্তু আমার মেয়ে বিয়ের উপযুক্ত, তাকে এখন বিয়ে দেয়া প্রয়োজন। এ টাকা দিয়ে হজ্ব করলে বিয়ের খরচের জন্য টাকা থাকবে না। আর বিয়ে দিলে হজ্ব করা যাবে না। এখন এক্ষেত্রে আমার জন্য হজ্ব করা কি জরুরি? জানালে উপকৃত হব৷
উত্তর
হজ্ব ফরয হয়ে গেলে আগে হজ্ব আদায় করে নেয়া আবশ্যক ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার হজ্ব করা জরুরী৷ মেয়ের বিবাহ আল্লাহ তায়ালা ইনশাল্লাহ ব্যবস্থা করবেন৷
অবশ্য, হজ্বের টাকা জমা দেওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার শেষ সময়ের আগেই যদি আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন আর বিয়েতে ঐ টাকা খরচ হয়ে যায় তবে আপনার উপর হজ্ব ফরয হবে না। কিন্তু হজ্বের প্রস্তুতি গ্রহণের শেষ সময় পর্যন্ত যদি ঐ টাকা খরচ না হয় তাহলে আপনার উপর হজ্ব করা ফরয। উক্ত ফরয হজ্ব আদায় করা অাবশ্যক ৷
-বাদায়েউস সানায়ে ২/৩০১; ফাতহুল কাদীর ২/৩২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৭৩৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ হজ্ব