ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৩৯
তারিখ: ২৭-জুলাই-২০১৭
বিষয়:

বিক্রির উদ্দেশ্যে পালিত গরুর যাকাতের বিধান ৷

প্রশ্ন
হুজুর! গত বছর কুরবানীর আগে আমি তিনটি গরু কিনেছিলাম বিক্রি করার জন্য ৷ গত বছর দুইটি বিক্রি করেছি ৷ একটি বিক্রি করতে পারি নাই৷ ঈদের পরও আর বিক্রি করি নাই৷ আগামি কুরবানীর ঈদে বিক্রির উদ্দেশ্যে পালতে থাকি ৷ গরুর মু্ল্য বর্তমানে এক লক্ষাধিক হবে ৷ জানার বিষয় হল, আমার উক্ত গরুর যাকাত দিতে হবে কি না?
উত্তর
সাধারনত গৃহপালিত পশুর যাকাত আসে না ৷ কিন্তু তা যদি ক্রয় করা হয় ব্যবসার উদ্দেশ্যে ৷ তাহলে তা অন্যান্য ব্যবসায়িক পন্যের মত হয়ে তার যাকাত দেয়া আবশ্যক হয়ে যায় ৷ সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে আপনার গরুর যাকাত দিতে হবে ৷ গরুর বর্তমান মুল্য হিসাব করে উক্ত মু্ল্যের শতকরা আড়াই পার্সেন্ট যাকাত আদায় করতে হবে ৷
-বাদায়েউস সানায়ে ২/১২৬ ; ফাতহুল কাদীর, ২/১৮০; আল বাহরুর রায়েক, ২/৩৭২; আদ দররুল মুখতার, ৩/১৯৮৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী