ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯৩০
তারিখ: ২৭-জুলাই-২০১৭
বিষয়:

কার উপর কি পরিমান সম্পদ থাকলে যাকাত ফরজ হয়?

প্রশ্ন
হযরত! একটি প্রশ্ন, কার উপর যাকাত ফরজ? কি পরিমান ও কেমন মাল থাকলে যাকাত দিতে হয়? এবং কি পরিমান যাকাত দিতে হয়৷ স্ববিস্তারে জানতে চাই ৷
উত্তর
প্রাপ্র বয়স্ক পুরুষ কিংবা মহিলা সাড়ে সাত তোলা স্বর্ন বা সাড়ে বায়ান্ন তোলা রুপার মালিক হলে বা নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রুপার মুল্যের সমপরিমান ক্যাশ টাকা বা ব্যবসায়িক পন্যের মালিক হলে, এক বৎসর অতিবাহিত হওয়ার পর উক্ত ব্যক্তির উপর যাকাত ফরজ হবে ৷
যাকাত যুগ্য সমস্ত সম্পদের চল্লিশ ভাগে এক ভাগ যাকাত আদায় করা আবশ্যক ৷
উল্লেখ্য যে, কারো নিকট শুধু স্বর্ন থাকলে তা সাড়ে সাত ভরির কম হলে অথবা শুধু রুপা থাকলে এবং তা সাড়ে বায়ান্ন ভরির কম হলে যাকাত দিতে হবে না ৷ আর যদি স্বর্নের সাথে রুপা বা টাকা অথবা ব্যবসায়িক পন্য থাকে তাহলে সবকিছুর সমষ্টির মুল্য সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমুল্যের হলেই যাকাত আবশ্যক হয়ে যাবে৷
-আল হেদায়া ১/১৯৬; আল মাবসূত লিস সারাখসী,২/১৯১; তাতারখানিয়া, ২/২৩৭; রদ্দুল মুহতার, ৩/২২৯; ফতওয়ায়ে হিন্দিয়া, ১/১৭৯৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জাকাত