ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯২৭
তারিখ: ১১-জুলাই-২০১৭
বিষয়:

রোযা অবস্থায় ডুস দিলে রোযার হুকুম ৷

প্রশ্ন
হুজুর! রোযা রেখে ডুস দেওয়া যাবে কি ? প্রচন্ড জ্বরের রোগী ৷ ডাক্তার ডুস দিতে বলেছেন ৷ ডুস দিলে কি রোযা ভেঙ্গে যাবে? জানাবেন প্লীজ ৷
উত্তর
পায়ুপথে ডুস ব্যবহার করলে রোযা ভেঙ্গে যাবে ৷ কারণ পায়ুপথে কোনো কিছু প্রবেশ করালে তা নির্দিষ্ট খালি জায়গায় প্রবেশ করে ৷
অবশ্য, অসুস্থ ব্যক্তির জন্য রোযা ভাঙ্গার অনুমতি আছে ৷ তাই প্রচন্ড জ্বর হলে ডুস ছাড়া অন্য ওষধে কাজ না হলে বা রোগীর বেশি কষ্ট হলে রোযা ভেঙ্গে ডুস ব্যবহার করতে পারবে ৷ এবং উক্ত রোযাটি রমযানের পরে কাযা করে নিতে হবে ৷
-ত্বাহতাবী আলাল মারাকী, পৃ:৫৫৭; ফতওয়ায়ে হিন্দিয়া ১/২০৪৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ