ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯২০
তারিখ: ১১-জুলাই-২০১৭
বিষয়:

আযান শুরু হওয়ার পর পানাহার করলে রোযার হুকুম৷

প্রশ্ন
হুজুর আমি পান খাই৷ সাহরীর সময়ও পান খেতে হয়৷ আমাদের এলাকায় গতকাল সাহরীর শেষ সময় ছিল ৩:৩৫ ৷ আযান হয় ৩:৪০৷ গতকাল সাহরীর সময় শেষ হওয়ার পরও আমার মুখে পান ছিল৷ আযান শুরু হওয়ার পর কুলি করে পানী পান করি৷ একজন বললেন আযান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়৷ জানার বিষয় হল, তার কথা কতটুকু সঠিক? আমার রোযা হয়েছে কি না? না হলে আমার করনীয় কি?
উত্তর
সাহরী সময় সুবহে সাদেক পর্যন্ত৷ আর সুবহে সাদেকের পর কিছু খেলে রোযা ভেঙ্গে যায়৷ আর আযানের সময় সুবহে সাদেকের পর৷ প্রশ্নে বর্নিত সুরতে আপনার এলাকায় যদি ৩:৪০ মিনিটে আযান হয়ে থাকে৷ তাহলে আপনি সুবহে সাদেকের পর পানি পান করেছেন৷ আর সুবহে সাদেকের পর পানি পান করার কারণে আপনার রোযাটি ভেঙ্গে গেছে৷ উক্ত রোযাটি কাযা করতে হবে৷ তবে কাফ্ফারা দিতে হবে না ৷
সুতরাং যিনি বলেছেন আযান শেষ হওয়া পর্যন্ত সাহরী খাওয়া যায় তার কথা সম্পুর্ন ভুল ৷
-আদদুররুল মুখতার ২/৪০৬; ফতওয়ায়ে হিন্দিয়া ১/১৯৪; তাহতাবী আলাল মারাকী ৫৫৬; ফতওয়ায়ে মাহমুদিয়া ১৫/১৬৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ রোজা-ইতিকাফ