Login | Register

ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৯১৩
তারিখ: ৩/৬/২০১৭
বিষয়: স্বামী-স্ত্রী

রোযা অবস্থায় বমি হলে কি রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন
মুফতী সাহেব! আমার স্ত্রী গর্ভবতী ৷ প্রায় সময়-ই বমি হয় ৷ তাই জানতে চাই রমযান মাসে রোযা অবস্থায়
বমির কারণে রোযার কি হুকুম?। এর দ্বারা কি রোযা ভেঙ্গে যায়? এখন তার কী করণীয়?
উত্তর
রোযা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে যদিও তা মুখ ভরে হয় এর দ্বারা রোযা ভাঙ্গবে না। তবে কেউ যদি অনিচ্ছাকৃত বমি করার পর তা পুরনায় ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে রোযা ভেঙ্গে যাবে ৷ তেমনিভাবে যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলেও রোযা ভেঙ্গে যাব।
অবশ্য ইচ্ছাকৃত অল্প বমি হলে রোযা ভাঙ্গবে না ৷
-জামে তিরমিযী, হাদীস ৭২০; ফতওয়ায়ে হিন্দিয়া১/২০২; মাসায়েলে রোযা পৃ: ৬৭৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
স্বামী-স্ত্রী এর উপর সকল ফতোয়া >>

Execution time: 0.07 render + 0.00 s transfer.