Login | Register

ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৯৭
তারিখ: ২৭/৫/২০১৭
বিষয়: ফেইসবুক-মোবাইল

মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন, আমাদের মোবাইলের ভেতর পুর্ন কুরআন...

প্রশ্ন
মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন, আমাদের মোবাইলের ভেতর পুর্ন কুরআন শরীফ লিখিত আকারে সফটওয়্যারের মাধ্যমে রাখা আছে ৷ মাঝে মাঝে খুলে সহজে পড়তে পারি ৷ জানার বিষয় হলো, মোবাইলে কুরআন মাজিদ রাখা বা পড়া এবং এটা সাথে নিয়ে টয়লেটে যাওয়া জায়েয হবে কি না?
উত্তর
মোবাইলে বা মেমোরিতে কুরআনে কারীম রাখা এবং এখান থেকে দেখে তিলাওয়াত করা জায়েয। এতে কোনো অসুবিধা নেই। এবং এই মোবাইল সাথে নিয়ে বাথরুমেও যাওয়া যাবে ৷ তবে মোবাইল স্ক্রীণে কুরআন কারীমের আয়াত বা পৃষ্ঠা দৃশ্যমান থাকলে তা খোলা অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু স্ক্রীণে যদি কোনো আয়াত দৃশ্যমান না থাকে তাহলে টয়লেটে নিয়ে যেতে কোন অসুবিধা নেই ৷
-আদ্দুররুল মুখতার ১/১৭৮ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
ফেইসবুক-মোবাইল এর উপর সকল ফতোয়া >>

Execution time: 0.02 render + 0.00 s transfer.