ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৯৫
তারিখ: ২৭-জুন-২০১৭
বিষয়:

মসজিদের গাছের ফল ইমাম মুয়াযযিন বা অন্য কারো জন্য বিনামুল্যে খাওয়া বা তা বিক্রি করে ইমাম মুয়যযিনের বেতন দেওয়া ৷

প্রশ্ন
আমি এক মসজিদের মুতাওয়াল্লি ৷ আমার মসজিদের অনেক কাঠাল গাছ, আম গাছ আছে ৷ এবছর অনেক ফল এসেছে ৷ জানতে চাই, এসব আম কাঠাল কি ইমাম, মুয়যযিন বা মুসল্লিদের জন্য খাওয়া বৈধ হবে? অথবা তা বিক্রি করে ইমাম-মুয়াযযিনের বেতন দেয়া যাবে কিনা? অনুগ্রহপূর্বক উপরের মাসআলাটার সমাধান শরীয়তের বিধান মোতাবেক দিয়ে আমাদের বিবাদ নিরসনে হযরতের সুমর্জি কামনা করছি।
উত্তর
মসজিদের গাছের ফল মসজিদের মালিকানাধীন সম্পদ। আর মসজিদের মালিকানাধীন সম্পদ মসজিদের প্রয়োজনে ব্যয় করতে হয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ফল বিক্রি করে তার মূল্য মসজিদের প্রয়োজনে ব্যয় করতে হবে ৷ এগুলো ইমাম-মুয়াযযিন বা অন্য কারো জন্য মুতাওয়াল্লির অনুমোদন ছাড়া বিনামূল্যে খাওয়া বৈধ হবে না। তবে এগুলো বিক্রি করে ইমাম মুয়াযযিনের বেতন দেয়া যাবে ৷
-আলমুহীতুল বুরহানী ৯/১৩৮; রদ্দুল মুহতার ৪/৩৫৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪১৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ মসজিদ