Login | Register

ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৮৩
তারিখ: ২০/৫/২০১৭
বিষয়: অজু

অযুতে থুতনির নিচের অংশ ধৌত করার বিধান ৷

প্রশ্ন
হুজুর আমার একটি প্রশ্ন, অনেক সময় অযুতে থুতনির নিচে অংশ শুকনো থাকে ৷ পানি পৌছে না ৷ তাই জানতে চাই, অযুর সময় থুতনির নিচের অংশও কি ধোয়া জরুরি? যদি এ অংশ পুরোপুরি না ধোই তাহলে কি অযু সহীহ হবে না ?
উত্তর
অযুতে থুতনির নিচের অংশ ধোয়া জরুরী নয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে অযুতে আপনার ঐ অংশ না ধুলেও অযু সহীহ হয়ে যাবে।
-আস সেআয়া ১/৪৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২১ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জমিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
অজু এর উপর সকল ফতোয়া >>

Execution time: 0.02 render + 0.00 s transfer.