ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৭৫
তারিখ: ১২-জুন-২০১৭
বিষয়:

আমাদের মসজিদে অনেক পুরাতন ছেঁড়া কুরআন শরীফ, কায়েদা, আমপারা আছে।...

প্রশ্ন
আমাদের মসজিদে অনেক পুরাতন ছেঁড়া কুরআন শরীফ, কায়েদা, আমপারা আছে। অনেকগুলোকে পোকা খেয়ে ফেলেছে। ফলে এগুলো আর পড়া যায় না। জানার বিষয় হলো, এসব কুরআন শরীফ ও কায়েদা, আমপারা কী করব?
উত্তর
কুরআন শরীফ বা কায়েদা বা আমপারা ছিঁড়ে গেলে বা অন্য কোনো কারণে পড়ার অনুপযুক্ত হয়ে গেলে, একটি পবিত্র কাপড়ে পেঁচিয়ে বাড়িতে আলমারি বা এজাতিয় কিছুতে হেফাযতে রেখে দিবে। আর বাড়িতে স্বযত্নে রাখা সম্ভব না হলে পবিত্র কাপড় পেঁচিয়ে মানুষ চলাচল হয় না এমন কোনো পবিত্র স্থানে দাফন করে দিবে। অথবা পাথর ইত্যাদি ভারি কোনো বস্তুর সাথে বেঁধে নদীতে কিংবা পুকুরে ডুবিয়ে দিবে।
-উমদাতুল কারী ২০/১৯আদ্দুররুল মুখতার ৬/৪২২; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৮০; আলফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়াহ ১/৭৬ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরআন