ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৬২
তারিখ: ১২-জুন-২০১৭
বিষয়:

চার রাকাত বিশিষ্ট নফল নামাযের প্রথম বৈঠকে দরূদ পড়া ৷

প্রশ্ন
এশার নামাযের ফরজের পুর্বে যে চার রাকাত সুন্নত আছে উক্ত সুন্নত নামাযে কি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়্যাতু পড়ে দরূদ শরীফ পড়তে হবে ? জানালে ভাল হতো।
উত্তর
এশার ফরজের আগের চার রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদাসহ সকল চার রাকাত বিশিষ্ট সুন্নাতে গায়রে মুআক্কাদা ও নফল নামাযের দ্বিতীয় রাকাতের বৈঠকের সময় আত্তাহিয়্যাতু পড়ার পর দরূদ শরীফ ও দুআয়ে মাসূরাও পড়বে, তারপর তৃতীয় রাকাতের জন্য দাড়িয়ে সানা, আউজুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে প্রথম দুই রাকাতের মত শেষ দুই রাকাত পড়বে। কিন্তু যদি মাঝখানের বৈঠকে আত্তাহিয়্যাতুর পর কিছুই না পড়ে ৷ এবং দাড়িয়ে জোহরের ফরজের মত চার নামায শেষ করে তাহলেও নামায সহিহ হয়ে যাবে ৷ তবে অনুত্তম হবে ৷
-রদ্দুল মুহতার ২/৪৫৬; ফতওয়ায়ে হিন্দিয়া ১/১১৩ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ