ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৪৩
তারিখ: ১৪-মে-২০১৭
বিষয়:

দেশের বাড়িতে দম তথা হজ্জে জরিমানার পশু জবাই করা ৷

প্রশ্ন
গত বছর আমার ফুফা হজ্জ করেন ৷ ঘটনাক্রমে একদিন আমার তিনি এমন একটি কাজ করলেন যার ফলে তাঁর উপর দম ওয়াজিব হয় ৷ কিন্তু ফুফা চাচ্ছেন যে, দমটা অর্থাৎ পশু যবাইটা সেখানে না দিয়ে দেশের বাড়িতে দিবে। তাই জানার বিষয় হল, তাঁর জন্য কি বাড়িতে এসে দম দেওয়া ঠিক হবে?
উত্তর
দম হরমের ভিতরে দেওয়া জরুরি। হরমের বাইরে দমের নিয়তে পশু যবাই করলে তা দ্বারা দম আদায় হয়
না। অতএহ প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ফুফার জন্য হরমের ভিতরে দম দিতে হবে ৷ তবে কারো মাধ্যমে সেখানে দম দেওয়ার ব্যবস্থা করলেও চলবে। নিজের যাওয়া জরুরি নয়।
-বাদায়েউস সানায়ে ২/৪৭৪; আলবাহরুর রায়েক ৩/১৪; তাবয়ীনুল হাকায়েক ২/৫২; আদ্দুররুল মুখতার ২/৫৫৭ ৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ হজ্ব