ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮৪০
তারিখ: ১৪-মে-২০১৭
বিষয়:

নাবালেগ ছেলের আযান, ইকামতের বিধান ৷

প্রশ্ন
মুফতী সাহেব! আমাদের মসজিদে মাদরাসার ছাত্ররা সবসময় আযান দেয় ৷ ১৩ বছরের একটি ছেলে আছে ৷ সেও প্রায় সময় আযান দেয় ৷ কয়েকজন লোক বলল, সে বালেগ হয় নি বিধায় তার আযান নাকি হবে না ৷ সে আযান দিলে পুনরায় আযান দিতে হবে ৷ তাই আপনার নিকট এ বিষয়ে সঠিক সমাধান চাই ৷
উত্তর
আযান ইকামত সহিহ হওয়ার জন্য আযানদাতার বালেগ হওয়া শর্ত নয় ৷ সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ১৩ বছরের ছেলেটি বুঝমান হলে বিশেষ করে পাক-নাপাক সম্বন্ধে জ্ঞান রাখলে আযান, ইকামত সহিহ হবে ৷ উক্ত আযান পুনরায় দিতে হবে না ৷
উল্লেখ্য যে, নাবালেগের আযান সহিহ হলেও বালেগ পুরুষ দ্বারা আযান , ইকামত দেয়া উত্তম ৷
-ফতাওয়ায়ে শামী ২/৬০; তাতারখানিয়া ১/৫২০;
হিন্দিয়া ১/৩৪; ফতাওয়ায়ে মাহমুদিয়া ৯/১৫৫ ৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ