ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮২৪
তারিখ: ৪-এপ্রিল-২০১৭
বিষয়:

পিড়িয়ড চলাকালে গিলাফ বা কাপড় দিয়ে কুরআন শরীফ স্পর্শ করা ৷

প্রশ্ন
হুজুর আমার একটি প্রশ্ন, আমার ভাবি জানতে চেয়েছেন, পিড়িয়ডের নাপাক অবস্থায় গিলাফ বা অন্য কাপড় দিয়ে কুরআন মজীদ স্পর্শ করা যাবে কি না?
উত্তর
জ্বী হ্যাঁ, পিড়িয়ড বা নাপাক অবস্থায় কুরআন মজীদ ধরার প্রয়োজন হলে গিলাফ বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে ধরা যাবে। তবে পরিহিত কাপড়ের আঁচল বা কোনো অংশ দ্বারা স্পর্শ করা যাবে না ।
-রদ্দুল মুহতার ১/২৯৩; আলবাহরুর রায়েক ১/২০১; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরআন