ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮২২
তারিখ: ৪-এপ্রিল-২০১৭
বিষয়:

বালতির ভিতরে হাত ডুবিয়ে অযু করা ৷

প্রশ্ন
বাসায় সবসময় বালতিতে পানি রাখা থাকে। আমি সবসময় বালতি সড়িয়ে ট্যাপ ছেড়ে অযু করি ৷
মাঝেমধ্যে তাড়াহুড়ার কারণে বালতিতে হাত ডুবিয়ে পানি নিয়ে অযু করি । একদিন আমাকে এভাবে অযু
করতে দেখে একজন বললেন, পানিতে হাত ডুবানোর কারণে পানি নাকি ব্যবহৃত হয়ে গেছে। আর ব্যবহৃত পানি দ্বারা অযু হয় না। তাই জানার বিষয় হলো, তার কথা কি ঠিক? আর আমি এভাবে অযু করে যে নামায পড়েছি তা পুনরায় পড়তে হবে কিনা। জানিয়ে বাধিত করবেন।
উত্তর
বালতি থেকে পানি নিয়ে বালতির বাহিরে অযু করলে উক্ত পানি ব্যবহৃত হয়নি ৷ কারন পানি নেওয়ার জন্য কোনো পাত্রে হাত ঢুকালেই তা ব্যবহৃত হয়ে যায় না। এবং এক্ষেত্রে আপনার ঐ সকল অযু ও নামায
সহীহ হয়েছে। কিন্তু যদি অযু করে বালতির ভিতরে-ই পানি ফেলে থাকেন ৷ তাহলে উক্ত পানি ব্যবহৃত হয়ে গেছে ৷ এবং এক্ষেত্রে আপনার ঐ সকল অযু ও নামায
সহীহ হয়নি ৷ পুনরায় পড়তে হবে ৷
-খুলাসাতুল ফাতাওয়া ১/৬; আলমুহীতুল বুরহানী ১/২৮০; রদ্দুল মুহতার ১/১১২৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ অজু