ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৮০৯
তারিখ: ২১-ফেব্রুয়ারি-২০১৭
বিষয়:

অস্থায়ী বাসস্থানে পনের দিনের কম থাকার নিয়তে আসলে, নামায পুর্ন পড়বে নাকি কসর পড়বে?

প্রশ্ন
আমার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। আব্বা আম্মা সহ সকলেই সেখানে থাকে। আমি ঢাকায় আবাসিক থেকে মাদরাসায় পড়ি। যেহেতু ঢাকায় পনেরো দিনের বেশি থাকা হয় তাই ‘ওয়াতনে ইকামত’ হিসাবে পূর্ণ নামায পড়ি। কিছু দিন আগে বাড়ি যাওয়া হয় । বাড়ি থেকে আম্মাকে ঢাকায় এক হাসপাতালে নিয়ে যাই ৷ হাসপাতল থেকে পুনরায় বাড়ি ফিরে যাই৷ মাদরাসায় যাওয়া হয় নি৷ জানার বিষয় হল, বাড়িতে যাওয়ার
কারণে ঢাকার ওয়াতনে ইকামত বাতিল হয়ে যায় কি না? আর এমতাবস্থায় পনেরো দিনের কম থাকার উদ্দেশ্যে ঢাকায় আসা হলে নামায কসর করব নাকি পুরো পড়বো?
উত্তর
প্রশ্নে বর্নিত ক্ষেত্রে আপনি বাড়িতে যাওয়ার কারণে ঢাকার ‘ওয়াতনে ইকামত’ বাতিল হবে না। যতক্ষণ পর্যন্ত ঢাকা পরিপূর্ণ ত্যাগ করার নিয়তে বেডিংপত্র নিয়ে যাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা ওয়াতনে ইকামত হিসেবে বহাল থাকবে। আর ঢাকা যেহেতু ওয়াতনে ইকামত হিসাবে বহাল থাকছে তাই এখানে পনেরো দিনের কম থাকার উদ্দেশ্যে আসা হলেও পুরো নামায পড়তে হবে। কসর করা যাবে না। অতএব আপনি কয়েকদিনের জন্য হাসপাতাসে আসার কারনে পুর্ন নামায পড়বেন ৷
-বাদায়েউস সানায়ে ১/২৮০; আলবাহরুর রায়েক ২/১৩৬; মাজমাউল আনহুর ১/২৪৩৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ