ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৭৯৪
তারিখ: ২-ফেব্রুয়ারি-২০১৭
বিষয়:

নামাযী ব্যক্তির সামনে দিয়ে অজ্ঞাতসারে অতিক্রম করা ও এক্ষেত্রে নামাযীর করনীয় ৷

প্রশ্ন
গতকাল আমি অজ্ঞাতসারে এক নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে ফেলি ৷ নামাযী ব্যক্তিও কোন শব্দ করে নি ৷ শুনেছিলাম নামাযের সামনে দিয়ে কেউ অতিক্রম করলে জোরে তাসবীহ পড়ে বা হাত দিয়ে ইশারা করে যেন নামাযী সতর্ক করে ৷ তাই জানার বিষয় হলো, যদি নামাযী ব্যক্তির সামনে কোনো সুতরা না থাকে এবং এ অবস্থায় কেউ অজ্ঞাতসারে তার সামনে দিয়ে অতিক্রম করে তাহলে গুনাহ হবে কিনা? নামাযী ব্যক্তির এক্ষেত্রে করণীয় কী? সে কি তাকে বাঁধা দিবে, নাকি দিবে না? জানিয়ে উপকৃত করবেন ৷
উত্তর
নামাযি ব্যক্তির সামনে দিয়ে জেনে বুঝে অতিক্রম করা গুনাহের কাজ ৷ অজ্ঞাতসারে অতিক্রম করে ফেললে গুনাহ হবে না ৷ তবে নামাযী ব্যক্তি তার সামনে দিয়ে অতিক্রমকারীকে হাতের ইশারা কিংবা তাসবীহ জোরে পড়ে সতর্ক করা জায়েয আছে। কোন সাওয়াবের কাজ নয় ৷ তাই নামাযীর জন্য এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়াই উত্তম । নামাযীর সামনে দিয়ে কারো অতিক্রম করার আশঙ্কা থাকলে সামনে সুতরা রাখবে ৷ সুতরা রাখা সুন্নত।
সুনানে আবু দাউদ ১/১০১; বাদায়েউস সানায়ে ১/৫০৯; আলবাহরুর রায়েক ২/১৮; ফাতহুল কাদীর ১/৩৫৫; আদ্দুররুল মুখতার ১/৬৩৭৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷


উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ