ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৭৭৮
তারিখ: ২৩--২০১৬
বিষয়:

বিয়ের কথা পাকাপাকির পর আংটি পরিয়ে রাখা৷

প্রশ্ন
আমার ছোটবোনের বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর উভয় পক্ষের সম্মতিতে কাবিন না করে শুধু আংটি পরিয়ে রাখতে চায়। এটা কি শরীয়তসম্মত কিনা? এমতাবস্থায় ছেলে- মেয়ে পরস্পরে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি? অনুগ্রহ করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
শুধু আংটি পরানোর মাধ্যমে বিবাহ সংঘটিত হয় না। আংটি পরানো দ্বারা উভয় পক্ষের মাঝে সামাজিকভাবে বিবাহের সিদ্ধান্ত চূড়ান্ত করা বুঝায় মাত্র। অতএব ইজাব- কবুলের মাধ্যমে বিবাহ পড়ানো ছাড়া শুধু আংটি পরানোর দ্বারা তারা স্বামী-স্ত্রী গণ্য হবে না। তাই বিবাহ পড়ানোর আগে তাদের দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা ও মেলামেশা কোন কিছুই বৈধ হবে না ।
সুতরাং আপনার ছোট বোনের বিবাহের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আকদ না করিয়ে আংটি পরিয়ে দীর্ঘদিন পর্যন্ত এভাবে রেখে দেওয়া শরীয়তসম্মত নয়। এ
কারণে ছেলে-মেয়ে ও তাদের নিকটজনদের সাথে দেখা-সাক্ষাৎ ও মেলামেশা করলে সবাই গুনাহগার হবে ৷
উল্লেখ্য যে, বিয়ে সহীহ হওয়ার জন্য কাবিন করা শর্ত নয়,বরং দু’জন প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষীর সামনে বিয়ের ইজাব-কবুল করার দ্বারাই বিবাহ সংঘটিত হয়ে যায়। তাই আপনার বোনের আংটি পরানোর সময় যদি কাবীন নাও করেন, দু'জন শাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ পরিয়ে দিলে দেখা-সাক্ষাৎ মেলামেশা সহ সব কিছু বৈধ হয়ে যাবে ৷
আদ্দুররুল মুখতার ৩/২১, ৩/১৪৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393


উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ স্বামী-স্ত্রী