ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৭৩৪
তারিখ: ১-ডিসেম্বর-২০১৬
বিষয়:

সৎ দাদীকে যাকাত ফেতরা দেওয়া৷

প্রশ্ন
সৎ দাদী (তথা আপনা দাদী নয়) কে যাকাত ও ফেতরা দেওয়া জায়েয হবে
কি না?
উত্তর
হ্যাঁ, সৎ দাদীকে যাকাত-ফেৎরা দেওয়া
যাবে।
-বাদায়েউস সানায়ে ২/১৬২; ফাতহুল কাদীর ২/২০৯; আলবাহরুর রায়েক ২/২৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৪৬৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জাকাত