ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৫৪৬
তারিখ: ১-অক্টোবর-২০১৬
বিষয়:

ঈদ উপলক্ষে একে অপরকে "ঈদ মোবারাক" বলা৷

প্রশ্ন
আজকাল ঈদ আসলে ছোট বড় ছেলে মেয়ে সবার মুখে একই শব্দ ঈদ মোবারাক৷ জানার বিষয় হলো, ঈদ উপলক্ষে যে একে
অপরকে ঈদ মোবারক বলে, তা কতটুকু শরীয়তসম্মত?
উত্তর
ঈদের দিন আনন্দ প্রকাশ করা, দান সদকা করা ও মোবারাকবাদ জানানো মুস্তাহাব।
তবে মোবারাকবাদ জানানোরজন্য শব্দ নির্ধারন করা, একই শব্দসর্বদা ব্যাবহার করা, বা "ঈদ মোবারাক" শব্দটি দিয়েই মোবারাকবাদ জানাতে হবে
এমন মনে করা ঠিক নয়। মাকরুহ হবে, কেউ বিদাআত বলেছেন।
মোবারাকবাদের স্বপক্ষে হুলিয়াতুল আউলিয়ায় সহিহ সনদে অনেক আসারে সাহাবা উল্যেখ আছে।
‎ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪﻣﻨﺎﻭﻣﻨﻜﻢ، ﻋﻴﺪﻛﻢ ﻣﺒﺎﺭﻙ, عيد سعيد এ জাতিয় শব্দ দিয়ে মোবারাকবাদ জানানো জায়েয৷
ফতওয়ায়ে শামী ১/৭৭৭, ফতওয়ায়ে রহিমিয়া ১/২৮১৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756573393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ ঈদ